Advertisement
২৭ এপ্রিল ২০২৪

স্টেশনে কম দামে পানীয় জলের বোতল

তেষ্টা মেটাতে মোটা টাকা দিয়ে আর বোতলবন্দি পানীয় জল পান করতে হবে না। স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে কলের জল পানেরও কোনও দরকার নেই। পরিস্রুত ও ফ্রিজের ঠান্ডা জল এ বার সস্তায় মিলবে শহরের বিভিন্ন রেলস্টেশনে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ০০:০০
Share: Save:

তেষ্টা মেটাতে মোটা টাকা দিয়ে আর বোতলবন্দি পানীয় জল পান করতে হবে না। স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে কলের জল পানেরও কোনও দরকার নেই। পরিস্রুত ও ফ্রিজের ঠান্ডা জল এ বার সস্তায় মিলবে শহরের বিভিন্ন রেলস্টেশনে।

প্রথমে দমদম, তার পর বালিগঞ্জ স্টেশনে এক মাসের মধ্যে ওই ওয়াটার ভেন্ডিং মেশিন বসাতে চলেছে আইআরসিটিসি (ইন্ডিয়ান
রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন)।

আইআরসিটিসি সূত্রের খবর, ওই মেশিন থেকে বেরোনো ২০০ মিলিলিটার জল এক টাকায় মিলবে। তবে সে ক্ষেত্রে জল ধরার গ্লাস, পাত্র বা বোতল নিজের থাকতে হবে। কাগজের গ্লাস-সহ ২০০ এমএল জলের দাম পড়বে ২ টাকা। তেমনই বোতল ছাড়া এক লিটার জলের দাম পাঁচ টাকা, বোতল সমেত আট টাকা। যেখানে এক লিটারের বোতল বন্দি পানীয় জলের দাম ২০ টাকা।

সংস্থার পূর্বাঞ্চলের গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র বলেন, ‘‘সাধারণ মানুষের জন্য এই প্রকল্প। বোতলবন্দি পানীয় জল কেনার সামর্থ্য সবার নেই।’’ তিনি জানান, আপাতত শিয়ালদহ ডিভিশনের উত্তর ও দক্ষিণের দু’টি স্টেশনে ওই মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেবাশিসবাবু আরও জানান, ধীরে ধীরে ওই মেশিন বসবে শহরের অন্যান্য স্টেশনগুলিতে। প্রতি দিন লোকাল ট্রেন ধরতে আসা অসংখ্য যাত্রীদের কথা ভেবে এই সিদ্ধান্ত।

সংস্থার দাবি, গুণমানের দিক থেকে ভেন্ডিং মেশিনের ওই জল বোতলবন্দি পানীয় জলের প্রায় সমতুল। ইতিমধ্যে আসানসোল এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে বসানো মেশিন থেকে সস্তায় শুদ্ধ জল মিলছে। মালদহে মেশিন বসানোর কাজ চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Railway Stations IRCTC Water Vending Machine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE