Advertisement
২৬ এপ্রিল ২০২৪
প্রেসিডেন্সি

ভর্তির দায়িত্বে জয়েন্ট বোর্ড

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্রভর্তির পরীক্ষা নেওয়ার তোড়জোড় শুরু করে দিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে প্রবেশিকা পরীক্ষার খুঁটিনাটির খোঁজখবর নিয়েছেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কর্তারা। উপাচার্য অনুরাধা লোহিয়া এ দিন বলেন, ‘‘রেজিস্ট্রার, বিজ্ঞান ও কলা শাখার ডিন, পরীক্ষা নিয়ামক বোর্ডের সঙ্গে কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের কী দরকার, বোর্ডকে জানানো হয়েছে।’’

সাবেরী প্রামাণিক
শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০০:২৪
Share: Save:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্রভর্তির পরীক্ষা নেওয়ার তোড়জোড় শুরু করে দিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে প্রবেশিকা পরীক্ষার খুঁটিনাটির খোঁজখবর নিয়েছেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কর্তারা। উপাচার্য অনুরাধা লোহিয়া এ দিন বলেন, ‘‘রেজিস্ট্রার, বিজ্ঞান ও কলা শাখার ডিন, পরীক্ষা নিয়ামক বোর্ডের সঙ্গে কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের কী দরকার, বোর্ডকে জানানো হয়েছে।’’

সাধারণত জুনের শেষ থেকে জুলাইয়ের গোড়ায় প্রেসিডেন্সিতে ছাত্র ভর্তি হয়। ৩ জুনের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল বেরোবে ধরে ভর্তির ব্যাপারে এগোচ্ছে বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, আগামী সপ্তাহেই তাই ভর্তি কমিটির বৈঠক ডেকে জয়েন্ট বোর্ডের মাধ্যমে বিভিন্ন বিভাগের সঙ্গে আলোচনা হবে। তবে ছাত্রভর্তির প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত বিভাগগুলির হাতেই ছাড়তে চান কর্তৃপক্ষ।

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ভাস্কর গুপ্ত জানান, প্রাথমিক একটি বৈঠক করে কিছু তথ্য সংগ্রহ হয়েছে। তিনি বলেন, ‘‘সরকারি প্রস্তাব আসেনি। প্রাথমিক কাজ এগোচ্ছি, যাতে প্রস্তাব এলে সমস্যা না হয়।’’

প্রবেশিকা পরীক্ষা সামলাতে গত সেপ্টেম্বরেই জয়েন্ট বোর্ডের দ্বারস্থ হয় প্রেসিডেন্সি। কর্তৃপক্ষ জানান, তখন বোর্ডের সাড়া মেলেনি। জয়েন্ট বোর্ডের সাহায্য পেতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে গত বুধবার স্মারকলিপি দেয় প্রেসিডেন্সির প্রাক্তনী সংসদ। মন্ত্রী জানান, বিষয়টি বিবেচনা করে দেখা হবে। বোর্ডও জানায়, সরকারি প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে। জয়েন্ট বোর্ডই যে প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষা নেবে, সে দিনই তা পরিষ্কার হয়ে যায়।

পরদিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন জয়েন্ট কর্তারা। সূত্রের খবর, কোন বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা কেমন হয়, জানতে চেয়েছে বোর্ড। গত বছর ২০ হাজারেরও বেশি পরীক্ষার্থী ছিল। সীমিত পরিকাঠামোয় এত জনের পরীক্ষা নেওয়া কার্যত অসম্ভব বুঝে এ বার নতুন ভাবনাচিন্তা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখার ডিন তথা ভর্তি কমিটির অন্যতম আহ্বায়ক সোমক রায়চৌধুরী বলেন, ‘‘জয়েন্ট বোর্ডের সঙ্গে কথা চলছে। বিভাগগুলি কী বলে, দেখে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সময় খুব কম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE