আমপানের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে রয়েছে শহর। সেই ঝড়ের ক্ষত এখনও সামলে ওঠা যায়নি। তারই মধ্যে ফের বুধবার রাতে আছড়ে পড়ল কালবৈশাখী, ঘণ্টায় ৯৬ কিলোমিটার বেগে। এ দিনের ঝড়ে শহরের বিভিন্ন জায়গা থেকে আবারও গাছ পড়ে রাস্তা আটকে যাওয়ার খবর আসে। কোথাও ফের পড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি এবং ট্র্যাফিক সিগন্যাল। রাত বাড়তেই আসতে থাকে বাড়ি ভেঙে পড়ার খবরও।
বড়তলা থানা সূত্রের খবর, এ দিনের ঝড়ে গোয়াবাগানের একটি নির্মীয়মাণ বহুতলের পাঁচিল ভেঙে পড়ে পাশের বস্তিতে। ক্ষতি হয়েছে বস্তির দু’টি বাড়ির। আমপানের সময়ে পাঁচিলটির কিছুটা ক্ষতি হয়েছিলই। অন্য দিকে, তেলেঙ্গাবাগান এলাকায় বটগাছ-সমেত একটি পুরনো বাড়ি ভেঙে পড়ে। দু’টি ঘটনাতেই হতাহতের খবর নেই।
লালবাজার এবং পুরসভা সূত্রের খবর, শহরের ২৫টির মতো জায়গা থেকে গাছ পড়ার খবর এসেছে। যার মধ্যে রয়েছে রাসবিহারী অ্যাভিনিউয়ের একটি সিনেমা হলের কাছে, শরৎ বসু রোড এবং লেক রোডের সংযোগস্থল, বেলেঘাটা মেন রোড, চাউলপট্টি রোড, নারকেল ডাঙা মেন রোড, রাজা বসন্ত রায় রোড-সহ শহরের বেশ কয়েকটি জায়গা। শোভাবাজার এলাকার একটি গাড়ির উপর পড়ে যায় গাছ। তবে গাড়ির ভিতরে কারও ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।