Advertisement
০৫ মে ২০২৪

মজদুর পদে স্থায়ী কর্মী নেবে পুরসভা

হিসেব করে দেখা গিয়েছে, কঠিন বর্জ্য অপসারণের জন্য পুরসভার মজদুর, পরিবেশবন্ধু এবং ডোম মিলিয়ে মোট পদ রয়েছে ১১৭১১টি।

আপাতত প্রথম ধাপে প্রায় ১০০০ কর্মী নিয়োগ করবে পুরসভা।

আপাতত প্রথম ধাপে প্রায় ১০০০ কর্মী নিয়োগ করবে পুরসভা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ০১:৪২
Share: Save:

দীর্ঘকাল পরে পুরসভায় মজদুর পদে স্থায়ী কর্মী নিয়োগ করা হবে। মঙ্গলবার পুরসভার মেয়র পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে, শহরের আয়তন এবং পরিধি বাড়ার পরেও মজদুর পদে নিয়োগ হয়নি। পুরসভা সূত্রের খবর, আপাতত প্রথম ধাপে প্রায় ১০০০ কর্মী নিয়োগ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। গ্রুপ ডি পদের ওই নিয়োগ সরাসরি হতে পারে বলে মনে করছেন পুরকর্তারা। তবে সব কিছু নির্ভর করছে রাজ্য সরকারের অনুমোদনের উপরে। এ দিন মেয়র পরিষদের বৈঠকে অনুমোদন মেলায় পুর ও নগরোন্নয়ন দফতরে পাঠানো হবে প্রস্তাবটি। ওই দফতরের মন্ত্রী স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম। তাই মজদুর পদে নিয়োগ এখন সময়ের অপেক্ষা বলে মনে করছেন পুরকর্তাদের একাংশ।

হিসেব করে দেখা গিয়েছে, কঠিন বর্জ্য অপসারণের জন্য পুরসভার মজদুর, পরিবেশবন্ধু এবং ডোম মিলিয়ে মোট পদ রয়েছে ১১৭১১টি। বর্তমানে ৭৯৬৫টি পদে কর্মী রয়েছে। অর্থাৎ এখনই খালি পদের সংখ্যা ৩৭৪৬টি। ওই হিসেব পুরসভার ১৪১টি ওয়ার্ডের। বর্তমানে কলকাতার সঙ্গে জোকা এলাকার আরও তিনটি ওয়ার্ড যুক্ত হওয়ায় ওয়ার্ডের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৪। মজদুরদের প্রাথমিক কাজ হল শহরের জঞ্জাল তোলা এবং ফেলা। কলকাতাকে পরিষ্কার রাখতে যা খুবই জরুরি। সূত্রের খবর, তা ভেবেই মজদুর নিয়োগে জোর দিয়েছে পুর প্রশাসন।

এ দিন বৈঠকে ঠিক হয়েছে, গত দু’বছরে যত জন মজদুর, পরিবেশবন্ধু এবং ডোম অবসর নিয়েছেন, তাঁদের সংখ্যা হিসেব করে প্রথম ধাপে নিয়োগের তালিকা তৈরি হবে। পুরসভার এক আধিকারিক জানান, আগে মজদুর নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা তেমন কিছু ছিল না। লিখতে এবং পড়তে পারলেই হত। তবে এ বার নিয়োগের ক্ষেত্রে পুরনো নিয়ম বজায় থাকবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE