Advertisement
E-Paper

এ বার নতুন রূপে ‘মা ফিরে এলো’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা ছিল, যাতে দুর্গা পুজো ঘিরে গড়ে ওঠা শিল্প মানুষ সময় নিয়ে দেখতে পারেন। এর সূচনা ২০১২-র ১২ই ডিসেম্বর। রবীন্দ্র সরোবরের একটি পরিত্যক্ত গ্যালারিকে আর্ট গ্যালারি রূপে সে বার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নামকরণ হয় ‘মা ফিরে এলো’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৭ ০১:২৫
উদ্যোগ: পিছনের পুরনো গ্যালারিটিই নতুন রূপে তৈরি হচ্ছে। তারই একটি কাঠামো তৈরির কাজ চলছে। নিজস্ব চিত্র

উদ্যোগ: পিছনের পুরনো গ্যালারিটিই নতুন রূপে তৈরি হচ্ছে। তারই একটি কাঠামো তৈরির কাজ চলছে। নিজস্ব চিত্র

এ বছর পুজোর আগেই নতুন ভাবে সেজে উঠছে ‘মা ফিরে এলো’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা ছিল, যাতে দুর্গা পুজো ঘিরে গড়ে ওঠা শিল্প মানুষ সময় নিয়ে দেখতে পারেন। এর সূচনা ২০১২-র ১২ই ডিসেম্বর। রবীন্দ্র সরোবরের একটি পরিত্যক্ত গ্যালারিকে আর্ট গ্যালারি রূপে সে বার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নামকরণ হয় ‘মা ফিরে এলো’। পরিকল্পনা ছিল বছর কয়েকের মধ্যেই তা সাজিয়ে তোলা। এ বার সেই কাজেই হাত দিল রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের অধীন কেএমডিএ।

প্রথম বছরে ওই আর্ট গ্যালারিতে দশটি দুর্গা প্রতিমা রাখার ব্যবস্থা করা হয়েছিল। রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, পরে একটি ফাইবার গ্লাসের শেড করে আরও দু’টি প্রতিমা রাখারও বন্দোবস্ত হয়। সরোবরের একটি পরিত্যক্ত গোডাউনকে সাজিয়ে এই আর্ট গ্যালারি তৈরি হয়েছিল। এর পাশেই তৈরি হয়েছিল একটি মিউজিক্যাল ফাউন্টেন। ফোয়ারার জন্য প্রায় সাড়ে ছ’ কোটি টাকা খরচ করা হয়।

গ্যালারির সামনের কিছুটা জায়গায় গাছ বসিয়ে সৌন্দর্যায়ন হয়েছিল সে সময়ে। গত পাঁচ বছর ধরে ঘুরিয়ে ঘুরিয়ে রাখা হচ্ছে বিভিন্ন প্রতিমা। রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর এ বার সাদা রঙের নীল বর্ডার দেওয়া সেই গ্যালারির রূপ বদলানোর পরিকল্পনা নিয়েছে। দফতর সূত্রে খবর, গ্যালারি এবং সংলগ্ন এলাকা প্রায় সত্তর হাজার বর্গফুট। ওই অংশেই টেরাকোটার মন্দিরের আদলে দু’টি গ্যালারি তৈরি হচ্ছে। সামনের অংশে গাছ এবং মূর্তি বসিয়ে সৌন্দর্যায়ন হবে। পুরো কাজে প্রায় দু’ কোটি টাকা খরচ হবে। তাতে বারোটিরও বেশি প্রতিমা এক সঙ্গে রাখা যাবে বলে দফতর সূত্রে খবর।

মিউজিক্যাল ফাউন্টেনটিও ইতিমধ্যেই নতুন চেহারা পেয়েছে। ফোয়ারায় একই থিম এবং মিউজিক ক্রমেই একঘেয়েমি এনেছিল বলে মনে করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ঋতু পরিবর্তনের সঙ্গে এ বার বদলে যাচ্ছে ফোয়ারার সুর। এই ভাবনা থেকেই নতুন চেহারায় এই সুরেলা ফোয়ারা। এখন চলছে গ্রীষ্মের সুর। কিছু দিনের মধ্যেই বর্ষার সুর বাজবে ফোয়ারায়।

‘মা ফিরে এলো’ উদ্বোধনের পরে জনপ্রিয়তা অর্জন করেছিল শিল্পী ও দর্শনার্থীদের কাছে। সেটি সেজে ওঠার খবরে তাই খুশি শিল্পচর্চায় উৎসাহীরা।

KMDA Maa Phire Elo kolkata Municipal Development Corporation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy