Advertisement
০৪ মে ২০২৪
KMC Polls 2021

KMC Election 2021: তৃণমূলের নাম করে দাদাগিরি চলবে না, দল কলুষিত হলেই বহিষ্কার: অভিষেক

কলকাতা পুরভোটে শেষবেলার প্রচারে অভিষেক দাবি করেন, কলকাতা পুরভোট অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে হলে ১৩৫ আসন পাবে তৃণমূল।

কলকাতা পুরভোটে শেষবেলার প্রচারে অভিষেক

কলকাতা পুরভোটে শেষবেলার প্রচারে অভিষেক ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ২২:৫৬
Share: Save:

কলকাতা পুরভোটে প্রচারের শেষবেলার প্রচারে বিজেপি-কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কড়া বার্তা দিয়ে গেলেন দলীয় কর্মীদের উদ্দেশেও। কালীঘাটের সভামঞ্চ থেকে অভিষেকের স্পষ্ট বার্তা, ‘‘কারও অপকর্মের জন্য দল বিন্দুমাত্র কলুষিত হলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।’’

শুক্রবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে রাসবিহারী হয়ে কালীঘাট মোড় পর্যন্ত দক্ষিণ কলকাতার ১০ ওয়ার্ডে রোড শো করেন অভিষেক। তার পর কালীঘাট দমকল কেন্দ্রের কাছে সভামঞ্চ থেকে তিনি দাবি করেন, কলকাতা পুরভোট অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে হলে ১৩৫ আসন পাবে তৃণমূল।

তবে দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘তৃণমূলের নাম করে কেউ যদি দাদাগিরি করতে যায়, বরদাস্ত করা হবে না। কোনও রকম গা-জোয়ারি চলবে না। যদি কারও অপকর্মের কারণে দল বিন্দুমাত্র কলুষিত হয়, পর দিন দল থেকে তাঁকে বহিষ্কার করা হবে। সে যত বড় নেতারই ছত্রছায়ায় থাকুক না কেন।’’

তবে পর ক্ষণেই তিনি বলেন, ‘‘তৃণমূল কর্মীরা এটা করবেন না। এটা অভিসন্ধি হতে পারে। আমার কাছে কাল কিছু খবর এসেছে। পাঁচ-সাতটা ওয়ার্ডে কেউ কেউ বদমায়েশি করার চেষ্টা করবে।’’

ভোটারদের উদ্দেশে অভিষেক বলেন, ‘‘আমাদের সচেতন থাকতে হবে। আইন-শৃঙ্খলার অবনতি যদি কারও কারণে হয়, সঙ্গে সঙ্গে থানায় জানাবেন। নির্বাচন যাতে অবাধ, শান্তিপূর্ণ হয়, তা আমাদের নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে উৎসবের মেজাজে নির্বাচন হলে আমি দায়িত্ব নিয়ে বলছি, ১৩৫ আসন পাবে তৃণমূল।’’

বিজেপি-কে আক্রমণ করে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘‘ভোটের আগে যাঁরা বড় বড় কথা বলেছিল, আট মাস পর তাঁদের টিকি খুঁজে পাওয়া যায় না। বিজেপি-র বাস ৭০-এ আটকে গিয়েছে। দক্ষিণ কলকাতায় বিজেপি-র এক-দুটো আবর্জনার জামানত জব্দ হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE