Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জাল ডাক্তার রুখতে উদ্যোগ

স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বেশির ভাগ সময়ে অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসকেরা রোগী দেখেন। তাঁদের একাংশ রোগী দেখার পরে পুরসভার ছাপানো কাগজেই রোগের নাম, কী পরীক্ষা করাতে হবে, ওষুধের নাম-সহ নানা তথ্য লিখে দেন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জুন ২০১৭ ০২:৪৩
Share: Save:

ভুয়ো ডাক্তারের আতঙ্ক পুর প্রশাসনকেও ভাবিয়ে তুলেছে। পুরসভার চিকিৎসকদের নিয়ে যাতে কোনও প্রশ্ন না-ওঠে, তাই নতুন বিধি চালু করল পুরসভা। মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানান, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে যে সব চিকিৎসক রয়েছেন তাঁদের প্রেসক্রিপশনে রেজিস্ট্রেশন নম্বর লিখতে বলা হয়েছে। সইয়ের নীচে ওই নম্বর না থাকলে সংশ্লিষ্ট চিকিৎসককে জবাব দিতে হবে।

পুরসভা সূত্রে খবর, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বেশির ভাগ সময়ে অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসকেরা রোগী দেখেন। তাঁদের একাংশ রোগী দেখার পরে পুরসভার ছাপানো কাগজেই রোগের নাম, কী পরীক্ষা করাতে হবে, ওষুধের নাম-সহ নানা তথ্য লিখে দেন। কিন্তু অনেক সময়ে রেজিস্ট্রেশন নম্বর লেখেন না। এ বার তা বাধ্যতামূলক হচ্ছে।

পুরসভার স্বাস্থ্য দফতরের এক অফিসার জানান, তিন রকম রঙে নতুন ডিজাইনের প্রেসক্রিপশন ছাপানো হচ্ছে। তাতে চিকিৎসকদের রেজিস্ট্রেশন নম্বর লেখার জায়গা থাকবে। শীঘ্রই ওই ব্যবস্থা চালু হবে।

অতীনবাবু জানান, পুরসভায় জনা দশেক চিকিৎসক রয়েছেন যাঁরা অন্য রাজ্য থেকে পাশ করেছেন। সব চিকিৎসককে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া-র কাছে রেজিস্ট্রেশন করাতে হয়। তাঁরা যে রাজ্যে কর্মরত থাকেন, সেখানের মেডিক্যাল কাউন্সিলের কাছেও নাম নথিভুক্ত করতে হয়। ওই ১০ জন চিকিৎসক তা এখনও করেননি। তাঁদের ১০ দিনের মধ্যে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে।

মেয়র পারিষদ আরও জানান, রেজিস্ট্রেশন নম্বরেই চিকিৎসকের পরিচয় মেলে। তাই পুরসভা এই পদ্ধতি চালু করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE