Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ফেরত যাওয়ার মুখে উন্নয়নের ২১৫ কোটি

পুরসভা সূত্রের খবর, প্রতি বছরই শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য অনুদান দেয় রাজ্য সরকার। ২০১৫-’১৬ সালে অনুদানের পুরো টাকা পুরসভা খরচ করতে না পারায় রাজ্য সরকার এক নির্দেশিকা পাঠিয়ে পুর প্রশাসনকে জানিয়েছিল, ওই টাকা ফেরত দেওয়া হোক।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

অনুপ চট্টোপাধ্যায়
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৮ ০১:২৮
Share: Save:

শহরের উন্নয়ন খাতে খরচ না হয়ে ফেরত যেতে বসেছে রাজ্য সরকারের অনুদানের টাকা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, কেন ওই টাকা সময়ে খরচ করতে পারল না কলকাতা পুরসভা? একাধিক কাউন্সিলর এই খবর শুনে রীতিমতো বিস্মিত। তাঁদেরই এক জন বললেন,
‘‘আমাদের তো বলা হয়, টাকা নেই। তাই কাজ হচ্ছে না। বছরের শেষে শুনছি, টাকা ফেরত যাবে।’’ শনিবার, বছরের শেষ দিনে সেই টাকা যাতে ফেরত না যায়, তার জন্য উঠেপড়ে লেগেছেন পুরকর্তারা। তবে কেন সময়ে তা খরচ করা গেল না, তা নিয়ে কেউ কিছু বলতে চাননি। এর মধ্যেই জানা গিয়েছে, ২০১৫-’১৬ আর্থিক বছরে উন্নয়নের জন্য রাজ্য সরকারের দেওয়া ৪৫ কোটি টাকার অনুদান ফেরত দিতে হয়েছিল পুরসভাকে। তার পরে এ বারও সেই একই ঘটনা ঘটায় পুরসভার ‘তৎপরতা’ নিয়েই প্রশ্ন উঠেছে রাজ্য সরকার ও পুরসভার অন্দরে। এ বার দুই আর্থিক বছর মিলিয়ে খরচ না হওয়া টাকার পরিমাণ প্রায় ২১৫ কোটি!

পুরসভা সূত্রের খবর, প্রতি বছরই শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য অনুদান দেয় রাজ্য সরকার। ২০১৫-’১৬ সালে অনুদানের পুরো টাকা পুরসভা খরচ করতে না পারায় রাজ্য সরকার এক নির্দেশিকা পাঠিয়ে পুর প্রশাসনকে জানিয়েছিল, ওই টাকা ফেরত দেওয়া হোক। পুরসভার এক অফিসার জানান, তখন এমন কোনও শর্ত ছিল না যে, অনুদান যে বছরে দেওয়া হল, সে বছরই টাকাটা খরচ করতে হবে। বরং বছর শেষের পরেও সময় দেওয়া হয়েছিল। তবু খরচ করতে পারেনি পুরসভা।

২০১৬-’১৭ এবং ২০১৭-’১৮ আর্থিক বছরের অনুদান খরচ না হওয়ায় গত মাসে পুরসভাকে চিঠি পাঠায় রাজ্য সরকার। তাতে বলা হয়, আগামী ৭ মার্চের মধ্যে পুরসভা জানাক, কত টাকা এখনও খরচ হয়নি। পুরসভার এক পদস্থ আধিকারিক জানান, ২০১৬-’১৭ এবং ২০১৭-’১৮ অর্থবর্ষের জন্য মোট যে অনুদান এসেছিল, তার মধ্যে প্রায় ২১৫ কোটি টাকা খরচ করতে পারেনি পুরসভা। পরে রাজ্য সরকার নির্দেশ দেয়, ৭ এপ্রিলের মধ্যে সেই টাকা সরকারের তহবিলে ফেরত পাঠানো হোক। আর তাতেই টনক নড়ে পুর প্রশাসনের।

কী করতে পারে পুরসভা?

এক পদস্থ আধিকারিক জানান, ওই টাকা আরও তিন মাস (৩০ জুন পর্যন্ত) পর্যন্ত যাতে পুরসভার কাছে থাকে, তার জন্য আবেদন জানানো হবে সরকারের কাছে। শনিবার, অর্থবর্ষের শেষ দিনে তেমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রের খবর। যদিও রাজ্যের অর্থ দফতরের এক আধিকারিক জানান, পুরসভা আবেদন করতেই পারে। তবে নিয়ম অনুযায়ী আগে ওই টাকা ফেরত দিতে হবে। পরে আবার তা পুরসভাকে দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE