ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড-সহ এক বাংলাদেশি মহিলাকে কলকাতা থেকে গ্রেফতার করেছেন লালবাজারের গুন্ডা দমন শাখার তদন্তকারীরা। ধৃতের নাম শান্তা পাল (২৮)। তাঁর বাড়ি বাংলাদেশের বরিশালে। কলকাতায় গল্ফ গ্রিন থানা এলাকার বিক্রমগড়ে বাড়ি ভাড়া করে থাকছিলেন শান্তা। পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের শেষ দিকে তিনি ওই বাড়ি ভাড়া নেন। শান্তার সঙ্গে এক যুবকও ছিলেন। ধৃতকে বুধবার আদালতে তোলা হলে বিচারক ৮ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, শান্তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট এবং সেখানকার এক বিমান সংস্থার পরিচয়পত্র মিলেছে। তবে তিনি কোনও ভিসা দেখাতে পারেননি। পুলিশ জানিয়েছে, শান্তা ভিসা নিয়ে এসেছিলেন ২০২৩ সালে। সেই ভিসার মেয়াদ ইতিমধ্যেই ফুরিয়ে গিয়েছে। শান্তার পাসপোর্টের মেয়াদও ফুরিয়েছে চলতি বছরে। মেয়াদ-উত্তীর্ণ পাসপোর্ট ও ভিসার পাশাপাশি অভিযুক্তের কাছেমিলেছে ভারতের আধার, ভোটার এবং রেশন কার্ড। উদ্ধার হওয়া দু’টি আধার কার্ডের একটির ঠিকানা কলকাতার, অন্যটি বর্ধমানের। এক তদন্তকারী জানান,আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের ঠিকানা ভিন্ন ভিন্ন। যা নিয়ে শান্তা সদুত্তর দিতে পারেননি। কী ভাবে তিনি ভারতীয় আধার, ভোটার এবং রেশন কার্ড বানালেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শান্তা পুলিশের কাছে দাবি করেছেন, তিনি এখানে এসে স্টার্ট আপ করার পরিকল্পনা করেছিলেন। পুলিশের অনুমান, এর পিছনে একটি বড় চক্র থাকতে পারে। সে ব্যাপারে বিস্তারিত জানতে অভিযুক্তের সঙ্গী যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ মেলেনি বলে পুলিশ সূত্রের খবর। পার্ক স্ট্রিট থানার একটি প্রতারণার মামলার তদন্তে নেমে ওই মহিলার সন্ধান পান গোয়েন্দারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)