তৃণমূলের ব্রিগেড সমাবেশে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। আগামী শনিবার ব্রিগেডে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় স্তরের নেতারা উপস্থিত থাকবেন তৃণমূলের মঞ্চে। বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং হেভিওয়েট নেতাদেরও আসার সম্ভাবনা রয়েছে। ফলে নিরাপত্তার প্রশ্নে কোনও খামতি রাখতে চাইছে না কলকাতা পুলিশ।
ওই দিন ব্রিগেডের আশপাশে থাকা সমস্ত বহুতলের দখল নেবে কমান্ডো বাহিনী। ছাদের উপর থেকেই তাঁরা গোটা পরিস্থিতির উপরে নজর রাখবেন। ব্রিগেডে এ বার পাঁচটা মঞ্চ তৈরি করছে তৃণমূল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকেই মূল মঞ্চ। মাঝের মঞ্চ সব থেকে বড় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আমন্ত্রিত নেতারা থাকবেন।
মূল মঞ্চের দু’পাশের মঞ্চে তৃণমূল সাংসদ, বিধায়ক এবং রাজ্যের নেতারা থাকবেন। একেবারে শেষপ্রান্তে দু’দিকের দুই মঞ্চে সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা বসবেন। এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। এই পাঁচটি মঞ্চের দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের উপনগরপাল পদমর্যাদার ৮ অফিসার। প্রতিটি মঞ্চের জন্য আলাদা প্রবেশপথ রাখা হচ্ছে নিরাপত্তার কারণে। মঞ্চ ঘিরে থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৫টি দল। থাকবে ১৫ অ্যাম্বুল্যান্স, দমকল এবং কমান্ডোরা। নজারদারি চালানোর জন্যে কন্ট্রোল রুম থেকেও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবারই শহরের তিনটি হোটেলে ভিআইপি এবং ভিভিআইপি-দের থাকার ব্যবস্থা করা হয়েছে। অতিথিদের নিরাপত্তার জন্য কলকাতা পুলিশ একটি বিশেষ টিম তৈরি করেছে। তাতে কেন্দ্রীয় এবং কলকাতা পুলিশের অফিসারেরা থাকবেন।
আরও পড়ুন: কংগ্রেস নয়, সরকার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলিই: মমতা
কোন পথে মিছিল?
১) হাওড়া থেকে ব্রাবোর্ন রোড, টি-বোর্ড হয়ে মিছিল ঢুকবে ব্রিগেডে
২) শিয়ালদহ থেকে মৌলালি, এসএন ব্যনার্জি রোড হয়ে ব্রিগেড
৩) হাজরা থেকে মিছিল আসবে এক্সাইড, পার্ক স্ট্রিট হয়ে
৪) খিদিরপুর থেকেও একটি বড় মিছিল আসবে হেস্টিংস হয়ে
৫) মিলন মেলা প্রাঙ্গন থেকে পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট হয়ে আর একটি মিছিল ঢুকবে
৬) শ্যামবাজার, বিধান সরণি হয়ে আর একটি মিছিল আসবে
আরও পড়ুন: ব্যর্থ ‘অভ্যুত্থান’! মুখ বাঁচাতে সিদ্দাগঙ্গার মঠে ঠাঁই নিলেন ইয়েদুরাপ্পা
এই মিছিলগুলির দায়িত্বে থাকবেন তৃণমূলের নেতারা। ১৯ জানুয়ারি বেলা ১০টার মধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিছিলে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের ঢুকে যেতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়াও জেলা এবং শহর, শহরতলি থেকে বিভিন্ন সময়ে যে মিছিল আসবে, তা পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে। ইডেন, বাবুঘাট, হেস্টিংস-এর আশেপাশে গাড়ি রাখার বন্দোবস্ত করা হয়েছে। ওই সব জায়গায় মিছিলের গাড়ি ভর্তি হয়ে গেলে, শহরে আর গাড়ি ঢুকতে দেওয়া হবে না। ইএম বাইপাসে যাতে জানজট না হয়, তার দেখভাল করবেন একজন উপনগরপাল পদমর্যাদার অফিসার।