Advertisement
০৫ মে ২০২৪

আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ করায় আদালতে কর্মবিরতি

আলিপুর আদালত সূত্রের খবর, শনিবার বারুইপুর মহকুমা আদালতের কয়েক জন কর্মী বিচারাধীন কয়েকটি মামলা নথি আগুনে পুড়িয়ে দিচ্ছিলেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১২
Share: Save:

আলিপুর দেওয়ানি ও ফৌজদারি আদালত-সহ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ মহকুমা আদালতে সোমবার ও মঙ্গলবার কর্মবিরতি চলেছে।

আলিপুর আদালত সূত্রের খবর, শনিবার বারুইপুর মহকুমা আদালতের কয়েক জন কর্মী বিচারাধীন কয়েকটি মামলা নথি আগুনে পুড়িয়ে দিচ্ছিলেন। ওই সময় কয়েক জন আইনজীবী তাঁদের হাতেনাতে ধরে ফেলেন এবং মারধর করেন বলে অভিযোগ। আইনজীবীদের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগও দায়ের করেন আদালতের কর্মীরা। এর পর সোমবার থেকে আলিপুর-সহ দক্ষিণ ২৪ পরগনার সব আদালতে কর্মবিরতি পালন শুরু হয়। মঙ্গলবার আদালতের বার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক তাপস দে চৌধুরী বলেন, ‘‘একটা সমস্যা চলছিল। আশা করি আজ, বুধবার থেকে আদালতের স্বাভাবিক কাজ শুরু করা যাবে।’’

আলিপুর আদালত সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ মহকুমা আদালতে বুধবার থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে। তবে বারুইপুর আদালতের কর্মীরা এখনও কর্মবিরতি পালনের সিদ্ধান্তে অটল রয়েছেন। আলিপুর আদালত সূত্রে খবর, বারুইপুর আদালতের নথি পুড়িয়ে দেওয়ার ঘটনায় আইন দফতর ও দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারকের মধ্যে আলোচনা হয়েছে। আলিপুর আদালতের আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, ‘‘সুন্দরবন-সহ প্রত্যন্ত এলাকা থেকে মানুষ মামলা সংক্রান্ত বিষয়ে আদালতে আসেন। কর্মবিরতি থাকলে মানুষ চরম সমস্যার মুখে পড়েন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE