কারও পৌষ মাস...। দুপুর দুটো। রিজার্ভ ব্যাঙ্কের সামনে তখন থইথই ভিড়। পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার লাইন পৌঁছেছে জিপিও ছাড়িয়ে ব্যাঙ্কশাল কোর্ট পর্যন্ত। রিজার্ভ ব্যাঙ্কের অদূরেই রাস্তার উপরে কিছু ৫০০ আর ১০০০ টাকার নোট পড়ে থাকতে দেখে ব্যাপক উত্তেজনা। ‘কার নোট’, ‘কার নোট’ চিৎকার শুরু হতেই ধোপদুরস্ত পোশাকের এক মধ্যবয়স্ক ব্যক্তি হঠাৎ ওই নোট তুলে নিয়েই লাগালেন দৌড়। এ খবর চাউর হতেই রিজার্ভ ব্যাঙ্কের কাছে পুলিশি প্রহরা বাড়ানো হয়।