Advertisement
০১ মে ২০২৪

উড়ালপুলে র‌্যাম্প চালু জুলাইয়ে

জুলাই মাসের মধ্যে শেষ হয়ে যাবে মা উড়ালপুলের সঙ্গে এজেসি বসু রোড উড়ালপুলের সংযুক্তির কাজ। ওই মাস থেকেই সরাসরি নতুন র‌্যাম্প ধরে পিজির দিক থেকে ই এম বাইপাসে সল্টলেক ও গড়িয়ার দিকে গাড়ি চলবে। সোমবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘গত বছর ৯ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা উড়ালপুল উদ্বোধন করেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৭:৪৬
Share: Save:

জুলাই মাসের মধ্যে শেষ হয়ে যাবে মা উড়ালপুলের সঙ্গে এজেসি বসু রোড উড়ালপুলের সংযুক্তির কাজ। ওই মাস থেকেই সরাসরি নতুন র‌্যাম্প ধরে পিজির দিক থেকে ই এম বাইপাসে সল্টলেক ও গড়িয়ার দিকে গাড়ি চলবে। সোমবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘গত বছর ৯ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা উড়ালপুল উদ্বোধন করেন। তখন সেটি বাইপাস থেকে পার্ক সার্কাস পর্যন্ত চালু হয়েছিল। আর এজেসি বসু রোড উড়ালপুলের সঙ্গে মা উড়ালপুলের সংযোগকারী র‌্যাম্পের মাঝে পার্ক সার্কাস সাত মাথা মোড়ে ৮০০ মিটার জায়গায় নির্মাণ বাকি ছিল। সেই কাজ শেষ হয়েছে। জুলাই মাসেই তা খুলে দেওয়া হবে। ফলে পিজির দিক থেকে সব গাড়ি উড়ালপুল দিয়ে সরাসরি সল্টলেক বা গড়িয়া চলে যেতে পারবে।

মন্ত্রী জানান, যে দিন মা উড়ালপুলের সঙ্গে এজেসি বসু রোড উড়ালপুলের সংযুক্ত অংশ খুলে দেওয়া হবে তার পর দিন থেকেই পার্ক সার্কাস সাত মাথা মোড় থেকে নাসিরুদ্দিন রোড হয়ে এজেসি বসু রোডের সংযোগের কাজ শুরু হবে। এক বছরের মধ্যে শেষ হবে সেই কাজও। তখন বাইপাস দিয়ে সল্টলেক ও গড়িয়া থেকে পিজি পর্যন্ত দু’দিকে যাতায়াতের জন্য উড়ালপুল ব্যবহার করা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Firhad Hakim Bridge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE