কলকাতায় আবার অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে ইএম বাইপাস সংলগ্ন আনন্দপুরের গুলশন কলোনিতে রঙের গুদামে আচমকা আগুন লেগেছে। দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন।
ঘটনার পরেই এলাকায় গিয়েছে দমকলের কয়েকটি ইঞ্জিন। রঙের গুদামে নানা রাসায়নিক থাকায় সাধারণ জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। জলের সঙ্গে বিশেষ রাসায়নিক মিশিয়ে ব্যবহার করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণের কাজে। ঘনবসতিপূর্ণ, ঘিঞ্জি লোকালয়ে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা ১০টার একটু পরেই আগুন নজরে আসে স্থানীয় বাসিন্দাদের একাংশের। কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের ওই রঙের গোডাউনের উপরে এবং আশপাশে রয়েছে বহুতল আবাসন। বহু মানুষের বাস সেখানে। অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়েরা তৎপর হয়ে বাসিন্দাদের নিরাপদ ভাবে সরিয়ে নিয়েছেন অন্যত্র। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানাননি দমকল কর্তৃপক্ষ।