E-Paper

প্রধান ১৬টি রাস্তায় হেলে পড়েছে শতাধিক গাছ, চিন্তায় পুরসভা

মেয়রের নির্দেশ মতো পুরসভার উদ্যান বিভাগ কলকাতার প্রধান ১৬টি রাস্তা ধরে সেখানকার গাছেদের স্বাস্থ্য পরীক্ষা করেছে। সূত্রের খবর, উদ্যানবিদদের নজরে এসেছে, ১৭১টি বড় গাছ পুরোপুরি হেলে পড়েছে। ২৮টি গাছ মারা গিয়েছে।

মেহবুব কাদের চৌধুরী

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০৩

—প্রতীকী চিত্র।

শহর কলকাতায় গাছ ভেঙে পড়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। গত পয়লা মে বেহালার পর্ণশ্রীতে একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে এক মহিলার মৃত্যু হয়েছিল। জুলাই মাসের প্রথম সপ্তাহে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে একনাগরিক অভিযোগে জানান, তাঁর বাড়ির কাছে একটি গাছ বিপজ্জনক ভাবে হেলে রয়েছে। অবিলম্বে সেটি না কেটে ফেললে বড় অঘটন ঘটতে পারে। তার পরিপ্রেক্ষিতে সে দিনই মেয়র বৈঠকে উপস্থিত উদ্যান বিভাগের পদস্থ আধিকারিকদের শহরে গাছের ‘স্বাস্থ্য পরীক্ষা’ করতে নির্দেশ দেন।

মেয়রের নির্দেশ মতো পুরসভার উদ্যান বিভাগ কলকাতার প্রধান ১৬টি রাস্তা ধরে সেখানকার গাছেদের স্বাস্থ্য পরীক্ষা করেছে। সূত্রের খবর, উদ্যানবিদদের নজরে এসেছে, ১৭১টি বড় গাছ পুরোপুরি হেলে পড়েছে। ২৮টি গাছ মারা গিয়েছে। ১২টি গাছের কাণ্ডে বড় গর্ত হয়ে গিয়েছে। রোগগ্রস্ত ন’টি গাছ। উদ্যানবিদেরা জানাচ্ছেন, ঝড়বৃষ্টিতে হেলে পড়া গাছগুলিই মূলত তাঁদের মাথাব্যথার কারণ। বিভাগের এক আধিকারিক বলেন, ‘‘স্বাস্থ্যপরীক্ষায় উঠে আসা গাছেদের তালিকা আমরা বন দফতরে পাঠিয়েছি।’’ এক উদ্যানবিদের কথায়, ‘‘বড় গাছ না কেটে কী ভাবে সেগুলি সোজা করা যায়, তা নিয়ে পরিকল্পনাকরা হবে। মৃত, ক্ষয়প্রাপ্ত, রোগগ্রস্ত গাছ নিয়েও বন দফতরের পরামর্শ চাওয়া হয়েছে।’’

পুর উদ্যান বিভাগের আধিকারিকদের পর্যবেক্ষণ, শহরে মাটির নীচে নিকাশি, জলের পাইপলাইন থেকে শুরু করে একাধিক কেব্‌ল সংযোগ থাকায়গাছেদের বৃদ্ধি ব্যাহত হয়। শহরের যে সমস্ত ব্যস্ত রাস্তায় গাছেদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, সেগুলি হল— বিধান সরণি, নিমতলা ঘাট স্ট্রিট, এ পি সি রোড (শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে রাজাবাজার মোড়), বিবেকানন্দ রোড (গিরিশ পার্ক থেকে বিধান সরণি), এ জে সি বসু রোড (মৌলালি থেকে বেকবাগান), এস এন ব্যানার্জি রোড, ধর্মতলা স্ট্রিট,রাসবিহারী অ্যাভিনিউ, হাজরা রোড, আলিপুর রোড, বেলভেডিয়ার রোড, হরিশ মুখার্জি রোড, চেতলা সেন্ট্রাল রোড, আশুতোষ মুখার্জি রোড, জাজেস কোর্ট রোড, রাজা এস সি মল্লিক রোড (গোলপার্ক থেকে ৮বি বাস স্ট্যান্ড)।

উদ্যানবিদেরা জানাচ্ছেন, হরিশ মুখার্ডি রোডে সর্বাধিক হেলে পড়া গাছ (৩২টি) মিলেছে। আশুতোষ মুখার্জি রোড ও রাসবিহারীঅ্যাভিনিউয়ে হেলে পড়া গাছের সংখ্যা যথাক্রমে ২০ ও ২৬। হাজরা রোডে এমন গাছ রয়েছে ১৯টি। রাসবিহারী অ্যাভিনিউয়ে ১১টি মৃত গাছের সন্ধান মিলেছে। হরিশ মুখার্জি রোডে ৯টি গাছের কাণ্ডে বড় ফুটোহয়ে ফাঁপা হয়ে গিয়েছে। পুরসভার উদ্যান দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘এই সব মৃতপ্রায় গাছের কী পরিণতি, সেবিষয়ে বন দফতরের সঙ্গে কথা বলব।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Trees Kolkata Municpal Corporation KMC accidents

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy