Advertisement
১৯ মে ২০২৪

পুর এলাকায় কাজে তৎপরতা আনতে বৈঠক

পুরসভা সূত্রের খবর, যে প্রকল্পের কাজ এত দিন ভোটের কারণে শুরু করা যায়নি, তা দ্রুত চালু করতে বলেছেন পুরমন্ত্রী।

কলকাতা পুরসভা— ফাইল চিত্র।

কলকাতা পুরসভা— ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০১৯ ০১:১৭
Share: Save:

লোকসভা ভোটে কলকাতা ও লাগোয়া চারটি আসনে জিতলেও শহরের গোটা পঞ্চাশটি ওয়ার্ডে পিছিয়ে পড়েছে রাজ্যের শাসক দল। আগামী বছর কলকাতা পুরসভার নির্বাচন। সেটা মাথায় রেখেই দল এবং প্রশাসনে শুরু হয়েছে তৎপরতা। কলকাতা পুর ভোটকে পাখির চোখ করে এগোতে বৃহস্পতিবার বিধাননগরে নগরায়ন ভবনে কলকাতার বকেয়া থাকা প্রকল্প সম্পূর্ণ করার বিষয়ে জোর দেওয়া হল। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে ডাকা ওই বৈঠকে কলকাতা পুরসভা এবং নগরোন্নয়ন দফতরের আধিকারিকেরা ছিলেন। মূলত, রাজ্যের ওই দফতর কলকাতা পুর পরিষেবার উন্নয়নে আর্থিক সহায়তা দিয়ে থাকে।

পুরসভা সূত্রের খবর, যে প্রকল্পের কাজ এত দিন ভোটের কারণে শুরু করা যায়নি, তা দ্রুত চালু করতে বলেছেন পুরমন্ত্রী। বৈঠকে বলা হয়, পরিবেশ আদালতের নির্দেশে গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় নিকাশি ব্যবস্থার উন্নয়ন, সেখানে শৌচাগারের ব্যবস্থা-সহ ওই চত্বর পরিচ্ছন্ন রাখার কাজ নিয়মিত ভাবে করার নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত। কলকাতা থেকে হটমিক্স প্লান্ট তুলে রাস্তা তৈরির পরিবেশবান্ধব উপাদানের ব্যবস্থা করার নির্দেশ আগেই জানিয়েছে পরিবেশ আদালত। সে সব প্রকল্প দ্রুত করতে না পারলে শহরের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হবে।

একই সঙ্গে পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, জোকা সংলগ্ন তিনটি ওয়ার্ড কলকাতার সঙ্গে যুক্ত হওয়ার পরে নতুন করে কোনও নিয়োগ হয়নি। এর মধ্যে আবার অনেকে অবসর নিয়েছেন। তাই নতুন নিয়োগ করা দরকার। পুরমন্ত্রী জানান, নগরোন্নয়ন দফতর এ সব বিষয়ে দ্রুত পদক্ষেপ করবে। পুর ভোটের আগে এ সব কাজ সম্পন্ন করতে চায় পুর প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KMC Firhad Hakim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE