Advertisement
E-Paper

বি বা দী বাগ ছাড়ছে ট্রাম

বুধবার কেএমআরসিএলের সঙ্গে বৈঠকের পরে এই হস্তান্তরের কথা ঘোষণা করেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। মেয়র জানান, ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার জন্য আগামী ৮, ৯ এবং ১০ জুলাই ব্রেবোর্ন রোডে যান চলাচল বন্ধ থাকবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৭ ১৩:৪১
এই এলাকা দিয়ে চলত মহানগরীর ঐতিহ্যবাহী ট্রাম। মেট্রোর কাজের জন্য বি বা দী বাগে দেখা মিলবে না সেই ট্রামেরও। —নিজস্ব চিত্র।

এই এলাকা দিয়ে চলত মহানগরীর ঐতিহ্যবাহী ট্রাম। মেট্রোর কাজের জন্য বি বা দী বাগে দেখা মিলবে না সেই ট্রামেরও। —নিজস্ব চিত্র।

অবশেষে বি বা দী বাগ থেকে সরে যাচ্ছে মিনিবাস স্ট্যান্ড এবং ট্রামলাইন। বি বা দী বাগের ওই এলাকা তুলে দেওয়া হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাতা সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)-এর হাতে।

৫ জুলাইয়ের মধ্যে শেষ হবে এই হস্তান্তর প্রক্রিয়া।

বুধবার কেএমআরসিএলের সঙ্গে বৈঠকের পরে এই হস্তান্তরের কথা ঘোষণা করেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। মেয়র জানান, ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার জন্য আগামী ৮, ৯ এবং ১০ জুলাই ব্রেবোর্ন রোডে যান চলাচল বন্ধ থাকবে। ৮ এবং ৯ জুলাই, শনি ও রবিবার ওই রাস্তায় যান চলাচল কম থাকে। কলকাতা ট্র্যাফিক পুলিশের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শোভনবাবু।

তবে ১০ জুলাই কাজের দিন। সে দিন যে মানুষের সমস্যা হবে, তা স্বীকার করে নিয়ে মেয়র বলেন, ‘‘ওই রেল চলাচল চালু হলে শহরের পরিবহণ ব্যবস্থা আরও মসৃণ হবে। পরিবহণ ব্যবস্থা আরও সুগম হওয়ার প্রয়োজনে কিছুটা ভোগান্তি আশা করি সকলেই মেনে নেবেন।’’

ব্রেবোর্ন রোড বন্ধ থাকায় ওই তিন দিন স্ট্র্যান্ড রোডের উভয় দিক দিয়েই গাড়ি চলবে। তাই ওই রাস্তায় কোনও গাড়ি দাঁড় করানো যাবে না। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে ওই রাস্তা দিয়ে কোনও মালবাহী গাড়ি চলতে দেওয়া হবে না বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তা ছাড়া, হাওড়াগামী কিছু বাসকে ওই তিন দিন বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়ারও পরিকল্পনা নেওয়া হয়েছে।

বি বা দী বাগের কাছে মেট্রো রেল প্রকল্পের কাজ নিয়ে টালবাহানা চলছিল বেশ কিছু দিন ধরেই। কেএমআরসিএল জানিয়েছিল, ওই কাজ শুরুর আগে বেশ কয়েকটি বাড়ি খালি করতে হবে। ব্রেবোর্ন রোড, পুরুষোত্তম রায় রোড, স্ট্র্যান্ড রোড, আর্মেনিয়ান রোড, নেতাজি সুভাষ রোডের গোটা পঁচিশেক বাড়ি প্রাথমিক ভাবে চিহ্নিতও করে তারা। ওই বহুতলের বাসিন্দাদের অবিলম্বে সরাতে হবে বলে পুরসভাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে আপাতত দু’টি বাড়ির লোক সরালেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে মেয়র জানাচ্ছেন।

মেয়র জানান, ব্রেবোর্ন রোড এবং ক্যানিং স্ট্রিটের সংযোগস্থলের কাছে দু’টি বাড়ির বাসিন্দাদের ৬ জুলাই থেকে সরে যেতে বলা হবে। তাঁদের থাকার ব্যবস্থা করবে কেএমআরসিএল। সংস্থার অধিকর্তা পি কে সিংহ জানান, ওই এলাকায় মাটির ৩০ মিটার নীচ দিয়ে মেট্রো রেলের সুড়ঙ্গ করা হবে। ৮০ মিটার লম্বা সুড়ঙ্গ নির্মাণ করা হবে সেখানে।

মেয়র জানান, ৭ থেকে ১৫ দিন ওই দু’টি বাড়ির বাসিন্দাদের অন্যত্র রাখা হবে। আশা করা হচ্ছে, ওই সময়ের মধ্যেই সুড়ঙ্গের কাজ শেষ হয়ে যাবে। তবে দু’টি বাড়ির লোকজনদের সরানো হলেও আরও ১২টি বাড়ির উপরে নজর রাখবেন কেএমআরসিএলের বিশেষজ্ঞেরা।

বি বা দী বাগে ট্রামলাইন তুলে দেওয়ার জন্য মেট্রো কর্তৃপক্ষ ক্যালকাটা ট্রাম কোম্পানিকে প্রায় ১১ কোটি টাকা দেবেন বলে এ দিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিনিবাস স্ট্যান্ড উঠে যাওয়ায় বি বা দী বাগে আর কোনও মিনিবাস দাঁড়িয়ে থাকবে না। নির্দিষ্ট স্টপে যাত্রী নামিয়ে সেগুলি ফিরে যাবে।

Mini Bus stand Tramline BBD Bag ইস্ট-ওয়েস্ট মেট্রো East-West Metro শোভন চট্টোপাধ্যায় বি বা দী বাগ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy