প্রথমে মোটরবাইক দিয়ে ধাক্কা, তাতে স্ত্রী রাস্তায় পড়ে যাওয়ায় প্রতিবাদ করেছিলেন স্বামী। অভিযোগ, এর জেরেই ক্ষেপে গিয়ে স্বামীকে মারধরের পাশাপাশি রাস্তার মধ্যেই স্ত্রীকে ফেলে দিয়ে শ্লীলতাহানি, মারধর এমনকী ধর্ষণের চেষ্টা করল স্থানীয় কয়েক জন যুবক। মঙ্গলবার রাতে, বরাহনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি।
পুলিশ জানিয়েছে, রাস্তা আটকে ইচ্ছাকৃত ভাবে গুরুতর আঘাত, শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা, এবং প্রাণনাশের হুমকির মামলা দায়ের করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
পুলিশ সূত্রের খবর, ২৭ ফেব্রুয়ারি রাতে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালের ন্যায্য মূল্যের দোকানে ওষুধ কিনতে গিয়েছিলেন বনহুগলির ওই দম্পতি। তাঁদের অভিযোগ, হাসপাতাল থেকে বেরিয়ে কিছুটা দূরে যাওয়ার পরেই পরিচিত চার-পাঁচ জন যুবক মোটরবাইকে চেপে আসে। তারা নিজেদের বাইক দিয়ে ওই দম্পতির মোটরবাইকে ধাক্কা মারে। আচমকা এমন ঘটনায় ওই তরুণী পড়ে যান। এর পরেই কেন তাঁদের মোটরবাইকে ধাক্কা দিয়ে স্ত্রীকে ফেলে দেওয়া হল এ নিয়ে ওই যুবকদের সঙ্গে বচসা শুরু হয় স্বামীর। তিনি বলেন, ‘‘আমি প্রতিবাদ করতেই ওরা কয়েক জন মারতে শুরু করে। আর ওই যুবকদের দলের মূল পাণ্ডা আমার স্ত্রীর সঙ্গে অভব্য আচরণ করতে থাকে।’’