নজিরবিহীন ভাবে ভাইরাসের কবলে পড়ল কলকাতা মেট্রোর সার্ভার। মঙ্গলবার পার্ক স্ট্রিটে মেট্রো ভবনের কেন্দ্রীয় বুকিং সার্ভারে গন্ডগোলের জেরে একের পর এক স্টেশনে স্বয়ংক্রিয় গেট বিকল হতে শুরু করে।
কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অটোমেটিক ফেয়ার কলেকশন (এএফসি) গেটগুলি এ দিন সকালে আচমকা কাজ করা বন্ধ করে দেয়। কবি সুভাষ, কবি নজরুল, টালিগঞ্জ, কালীঘাট, দমদম, চাঁদনি চক, সেন্ট্রাল— একের পর এক স্টেশন থেকে স্বয়ংক্রিয় গেট বিকল হওয়ায় প্রমাদ গুনতে শুরু করেন মেট্রো ভবনের কর্তারা। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় মেট্রোকর্মীদের। পরিস্থিতি সামলাতে অনেক স্টেশনে গেট খুলে দেন তাঁরা। ফলে টোকেন বা কার্ড না দিয়ে কার্যত বিনা ভাড়ায় যাতায়াত করেন অনেকে।
সমস্যা মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন মেট্রোর ‘সেন্টার ফর রেলওয়ে ইনফর্মেশন সিস্টেম’ (ক্রিস)-এর আধিকারিকেরা। প্রথমে কেন্দ্রীয় সার্ভার থেকে বিচ্ছিন্ন করে স্টেশন ধরে ধরে গেট চালু করার কাজ শুরু করেন তাঁরা। পরে সার্ভারের সমস্যা মেরামতির কাজ শুরু হয়। সূত্রের খবর, রাত পর্যন্ত ওই কাজ চলেছে। তবে আজ, বুধবার সকালের মধ্যেই সমস্যা মিটে যাবে বলে আশাবাদী মেট্রোকর্তারা।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
এ প্রসঙ্গে মেট্রোর এক কর্তা বলেন, ‘‘ময়দান স্টেশনে মেট্রোয় আগুন লাগার মতো এই ঘটনাও আকস্মিক। দিন-রাত এক করে পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে।’’ মেট্রো রেলের চিফ অপারেশন্স ম্যানেজার সাত্যকি নাথ জানান, কলকাতা মেট্রোর ইতিহাসে এমন আগে ঘটেনি।