গঙ্গার নীচে মেট্রো স্টেশনের উদ্বোধন। —ছবি: পিটিআই।
এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর স্কুলপড়ুয়াদের সঙ্গে মেট্রো সফরে প্রধানমন্ত্রী। যাত্রাপথে স্কুলপড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায়ও মাতলেন তিনি। মেট্রো আধিকারিকদের সঙ্গে কথোপকথন হল তাঁর।
স্কুলপড়ুয়াদের সঙ্গে মোদী। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে জমে উঠেছে ভিড়। মেট্রো স্টেশন চত্বর ঘুরে দেখে জনতার উদ্দেশে হাত নাড়লেন মোদী।
হাত নাড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার নীচের মেট্রো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি কলকাতায় আরও দু’টি মেট্রো প্রকল্পের উদ্বোধনও করলেন তিনি। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের উদ্বোধন করা হল। একই সঙ্গে পুণে, কোচি এবং আগ্রা মেট্রো প্রকল্প এবং নমো ভারতের সঙ্গে জড়িত একাধিক প্রকল্প উদ্বোধন করলেন তিনি।
সবুজ পতাকা হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে মেট্রো উদ্বোধনের অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার, সিভি আনন্দ বোস, নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী (বাঁ দিক থেকে)। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গঙ্গার নীচে মেট্রো উদ্বোধন করতে এসপ্ল্যানেডে পৌঁছে গিয়েছেন মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বুধবার সকালে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার তলায় মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কলকাতা পৌঁছনোর পর রাজভবনে ছিলেন তিনি। সেখান থেকেই সড়কপথে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছনোর কথা তাঁর।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত ১.২৫ কিলোমিটার সম্প্রসারিত অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শহরের মেট্রো ক্ষেত্রে প্রায় ১১.৪৫ কিলোমিটার পথের সংযুক্তি ঘটবে।
কলকাতা মেট্রোর মুকুটে নতুন পালক জুড়তে চলেছে। এ বার গঙ্গার তলা দিয়ে চলবে ট্রেন। প্রধানমন্ত্রী মোদী মেট্রোর হাওড়া ময়দান-ধর্মতলা অংশের সূচনা করবেন। গঙ্গার উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। নদীখাতের থেকে আরও ১৩ মিটার গভীরে পলিমাটির ভিতর দিয়ে গিয়েছে সেগুলি। জোড়া সুড়ঙ্গের পেট চিরে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। তবে জলে নেই সুড়ঙ্গ। রয়েছে নদীখাতের পলিমাটির মধ্যে। অর্থাৎ, মেট্রোযাত্রীদের মাথার উপর দিয়ে বয়ে যাবে গঙ্গা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy