মানিকতলায় বধূর মৃত্যুর ঘটনায় এ বার তাঁর ননদকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম শেলি বিশ্বাস। সোমবার দুপুরে বারাসত থেকে শেলিকে গ্রেফতার করেছে মানিকতলা থানার পুলিশ। আজ, মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করা হবে।
শনিবার রাতে মানিকতলা থানা এলাকার ক্যানাল ওয়েস্ট রোডের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বছর তেইশের নন্দিতা বিশ্বাসকে। আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই রাতেই গ্রেফতার হন নন্দিতার স্বামী তন্ময় বিশ্বাস। বর্তমানে তিনি পুলিশ হেফজাতে রয়েছেন। তবে নন্দিতার পরিবারের তরফে তাঁর ননদ ও শাশুড়ির বিরুদ্ধেও নিয়মিত অত্যাচারের অভিযোগ তোলা হয়।