আশি বছরের বৃদ্ধা মা ঘরের দরজায় ধাক্কা দিয়ে ষাট বছরের ছেলেকে ডেকেই চলেছেন। দরজা খোলা তো দূরের কথা, ভিতর থেকে কোনও সাড়াই মিলছিল না। বৃদ্ধার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে আসেন এলাকাবাসীরা। তাঁরাও ফ্ল্যাটে চলে এসে ডাকাডাকি শুরু করেন, দরজায় ধাক্কা দেন। কিন্তু সেই ঘরের ভিতর থেকে শুধুই পাওয়া যায় গোঁ গোঁ শব্দ। যা শুনে সন্দেহ হয় এলাকাবাসীর। তাঁরাই খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রথমে ওই ঘরের দরজা ভাঙার চেষ্টা করে। কিন্তু বিফল হয় তারাও। এর পরেই একটি মই জোগাড় করে তা দিয়ে ওই বিল্ডিংয়ের দোতালার জানলা ভেঙে ভিতরে ঢোকেন পুলিশকর্মীরা। দেখেন, খাটের নীচে মাটিতে পড়ে গোঁ গোঁ শব্দ করছেন ওই বৃদ্ধার ছেলে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
লালবাজার সূত্রের খবর, শনিবার সকালে মানিকতলা থানা এলাকার বিবেকানন্দ রোডের ওই ঘটনায় অসুস্থ ব্যাক্তির নাম সুদীপ ঘোষ। তাঁকে আরজিকর হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, সুদীপবাবুর স্ট্রোক হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, পাঁচতলা বাড়ির দোতলায় মাকে নিয়ে ভাড়া থাকেন সুদীপবাবু। দুই কামরার ফ্ল্যাটের একটি ঘরে থাকেন তিনি, অন্যটিতে তাঁর মা। তাঁর মা ঠিক মতো হাঁটাচলা করতে পারেন না। পাশাপাশি বয়স জনিত কারণে তিনি সব কিছু ঠিক ভাবে বলতেও পারছিলেন না। ফলে কখন থেকে ছেলে ঘরের দরজা খুলছিলেন না, তা-ও স্পষ্ট বোঝা যাচ্ছিল না মায়ের কাছে। এলাকাবাসীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছেন, শনিবার সকাল থেকেই ওই বৃদ্ধা নিজের ঘরের বাইরে এসে ছেলেকে ডাকতে থাকেন দরজায় ধাক্কা দিয়ে। যা নজরে আসে ওই আবাসনের অন্য আবাসিক এবং স্থানীয় বাসিন্দাদের।