Advertisement
০৭ মে ২০২৪
রাসবিহারী পাড়ার পুজো

ভিড় সামলাতে পায়ে হাঁটায় রাশ পুলিশের

বদলে যাচ্ছে রাসবিহারী অ্যাভিনিউ চত্বরের পুজোর চালচিত্র!

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:১৩
Share: Save:

বদলে যাচ্ছে রাসবিহারী অ্যাভিনিউ চত্বরের পুজোর চালচিত্র!

লেক মার্কেট থেকে প্রিয়া সিনেমা। পুজোর ক’দিন দুপুরের পর থেকে রাসবিহারী অ্যাভিনিউয়ের এই অংশে পদযাত্রীদের কার্যত ‘নো এন্ট্রি’। রাসবিহারী মোড় কিংবা গড়িয়াহাট থেকে সোজা হেঁটে দেশপ্রিয় পার্ক নয়, যেতে হবে ঘুরপথে! ভিতরে ঢুকলে শুধুই মণ্ডপ। উধাও এত দিনের চেনা মেলা!

পুজোর ক’দিন দেশপ্রিয় পার্কের ভিড় সামলাতে এ বার এমনই পরিকল্পনা করেছে লালবাজার।

চেনা মাঠেও যে কখনও সখনও হোঁচট খেতে হয়, গত বছরে পুজোর প্রথম দিকেই তা হাড়ে-হাড়ে মালুম হয়েছিল লালবাজারের। দেশপ্রিয় পার্কের বিশালকায় দুর্গা দেখতে আসা অসংখ্য দর্শনার্থীদের ভিড় সামলাতে কার্যত নাকানিচোবানি খেতে হয়েছিল দুঁদে পুলিশকর্তাদেরও। লালবাজারের খবর, সেই হোঁচট থেকে শিক্ষা নিয়ে এ বার ওই এলাকার ভিড় সামলাতে নতুন ভাবে ছক সাজাচ্ছেন পুলিশ অফিসারেরা। সেই ছকের মূল অঙ্গ হিসেবেই দর্শকদের জন্য হাঁটাপথে লেক মার্কেট থেকে প্রিয়া সিনেমা পর্যন্ত ‘নো-এন্ট্রি’ চালু করা হচ্ছে। ভিড়ে ঠাসাঠাসি হলে পার্কের ভিতরে যাতে কোনও বিপদ না ঘটে, তার জন্য ভিতরের মেলাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার বদলে এ বার হকারদের বসার জায়গা করা হয়েছে পার্কের পাশের রাস্তায়।

তা হলে এ বার দেশপ্রিয় পার্কে যাওয়া যাবে কী ভাবে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাসবিহারী মোড় থেকে দেশপ্রিয় পার্কের দিকে যাওয়া দর্শকদের লেক মার্কেটের সামনে থেকে শরৎ বসু রোডে ঢুকিয়ে তিলক রোডের মোড় থেকে রাস্তা পার করে দেশপ্রিয় পার্কের ফুটপাথে নিয়ে যাওয়া হবে। ত্রিধারা সম্মিলনী থেকে বেরনো দর্শকদের মনোহরপুকুর রোড দিয়ে এনে ওই একই লেনে নিয়ে যাওয়া হবে। তার পরে ফুটপাথ ধরে হেঁটেই পার্কে ঢুকবেন দর্শকেরা। গড়িয়াহাটের দিক থেকে হিন্দুস্থান পার্ক সর্বজনীন, বালিগঞ্জ কালচারালের পুজো দেখে আসা দর্শকদের রাসবিহারী অ্যাভিনিউ থেকে মনোহরপুকুর রোডে ঢুকিয়ে দেওয়া হবে। সেই ভিড় ঘুরপথে এসে শরৎ বসু রোড ধরে দেশপ্রিয় পার্কে ঢুকবে। পুলিশ জানিয়েছে, দেশপ্রিয় পার্কের পুজো দেখার জন্য একটি প্রবেশপথ এবং তিনটি নিগর্মন-পথ রাখা হয়েছে। মাঠের মধ্যে কোনও হকার না বসলেও বাঁশের ব্যারিকেডের মধ্যে দিয়েই জনতাকে প্রতিমা দর্শন করতে হবে।

এ বার পুলিশের এই নতুন পরিকল্পনা কেন?

কলকাতা পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, পুজোর সময়ে রাসবিহারী অ্যাভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বিঘ্ন এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হবে। তা না হলে উৎসবের সন্ধ্যায় কলকাতার একটা বড় অংশ স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওই কর্তার ব্যাখ্যা, গত বছর চতুর্থী থেকেই হু-হু করে রাস্তায় নেমে পড়েছিলেন মানুষ। যাঁরা ভিতরে ঢুকতে পারছিলেন না, তাঁরা রাস্তায় দাঁড়িয়েই দেশপ্রিয় পার্কের মণ্ডপে উঁকিঝুকি, নিজস্বী তোলায় মেতেছিলেন। তার ফলেই ওই রাস্তায় গাড়ি চলাচল আটকে গিয়েছিল। যার প্রভাব পড়েছিল পুরো দক্ষিণ কলকাতায়।

কলকাতা পুলিশের উৎসবের সময়ে ভি়ড় সামলানোর দক্ষতা গোটা দেশে সমাদৃত। কিন্তু গত বছর রাসবিহারীর ভিড় সেই কৃতিত্বে কালির ছিটে ফেলে। এ বার তাই আগেভাগেই সতর্ক হয়েছেন লালবাজারের উর্দিধারীরা। রাসবিহারী-সহ আশপাশের সব রাস্তায় তাই এ বার বাঁশের ব্যারিকেড দিয়ে যাতায়াতের জন্য নির্দিষ্ট পথ করে দেওয়া হবে।

কলকাতা পুলিশের এক কর্তার মন্তব্য, ‘‘এই পরিকল্পনা নিয়ে পুজো কমিটির সঙ্গেও বৈঠক হয়েছে। কেন নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, তা বোঝানো হয়েছে পুজোকর্তাদের। সেই সঙ্গেই ঠিক হয়েছে, গত বারের তুলনায় অনেক বেশি সংখ্যক পুলিশ ওই সময়ে রাস্তায় থাকবে পুরো ব্যবস্থাপনা দেখভালের জন্য।’’

বুধবার এ ব্যপারে দেশপ্রিয় পার্কের পুজো কমিটির কর্তা সুদীপ্ত কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বার সুষ্ঠু পুজোর জন্য পুলিশের সঙ্গে নিয়মিত আলোচনা করা হচ্ছে তাঁদের তরফে। পুলিশের সব নির্দেশ পুজো কমিটি মেনে চলবে বলে জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rashbehari avenue Puja crowd
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE