Advertisement
E-Paper

বাড়তি টান আলোকসজ্জা

আগামী কাল মঙ্গলবার, ত্রয়োদশীতে ওই এক দিনের পুজো। একসঙ্গে দেখা যাবে কলকাতা ও সংলগ্ন এলাকার ৬৮টি পুজোকে। রেড রোডে নির্দিষ্ট আসনে বসলেই দর্শকেরা উপভোগ করবেন এই পুজো।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৭ ০০:২৪
জোরকদমে: পুজোর কার্নিভালের জন্য সেজে উঠছে রেড রোড। রবিবার। —নিজস্ব চিত্র।

জোরকদমে: পুজোর কার্নিভালের জন্য সেজে উঠছে রেড রোড। রবিবার। —নিজস্ব চিত্র।

এক পুজো শেষ। আয়োজন শুরু অন্য এক পুজোর।

আগামী কাল মঙ্গলবার, ত্রয়োদশীতে ওই এক দিনের পুজো। একসঙ্গে দেখা যাবে কলকাতা ও সংলগ্ন এলাকার ৬৮টি পুজোকে। রেড রোডে নির্দিষ্ট আসনে বসলেই দর্শকেরা উপভোগ করবেন এই পুজো। রবিবার দেখা গেল, তার প্রস্তুতি তুঙ্গে। মঙ্গলবার সকাল থেকেই নির্বাচিত ৬৮টি পুজো কমিটি আসতে শুরু করবে রেড রোডে। তাই আজ, সোমবারের মধ্যে সেরে ফেলতে হবে প্রস্তুতি। ডিসি (ট্র্যাফিক) ভি সলোমন নেসাকুমার জানিয়েছেন, সোমবার রেড রোড খোলা থাকলেও মঙ্গলবার প্রয়োজন মতো যান নিয়ন্ত্রণ করা হবে।

পুজো ঠিক নয়। পুজোর কার্নিভাল। শহরের যে সব পুজো বিশ্ব বাংলা ও পুরশ্রী পুরস্কার জিতেছে, তারাই থাকছে শোভাযাত্রায়। গত বছর ছিল ৩৫টি পুজো। এ বার তা বেড়ে হয়েছে ৬৮। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ রেড রোডে শুরু হবে এই শোভাযাত্রা। লালবাজার জানাচ্ছে, কার্নিভাল দেখার জন্য গত বছর আসন সংখ্যা ছিল দশ হাজার। এ বার তা দ্বিগুণ। গত বছরের তুলনায় বাড়ানো হয়েছে মঞ্চের দৈর্ঘ্যও। ওই মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী ও অন্য অতিথিরা।

পুলিশ সূত্রের খবর, শোভাযাত্রার জন্য গত বছর রেড রোডের অর্ধেক অংশের দু’পাশে কাঠের গ্যালারি করা হয়েছিল। এ বার পুরো রেড রোডের দু’পাশ জুড়েই তৈরি হয়েছে গ্যালারি। মঞ্চে চন্দননগরের আলোকসজ্জা এই কার্নিভালের অতিরিক্ত আকর্ষণ।

রবিবার রেড রোডে গিয়ে দেখা গেল, নীল-সাদা গ্যালারি তৈরির কাজ প্রায় শেষ। আলোকসজ্জার কাজ চলছে জোরকদমে। লালবাজারের এক কর্তার কথায়, ‘‘গত বছরের তুলনায় মঞ্চের আলোকসজ্জায় অভিনবত্ব আনা হচ্ছে। পড়ন্ত বিকেলে প্রতিমা যাওয়ার সময়ে চন্দননগরের আলোয় তা অপরূপ হয়ে উঠবে।’’

শোভাযাত্রায় অংশগ্রহণকারী পুজো কমিটির সদস্যদের সঙ্গে শনিবারই বৈঠক সেরেছিলেন লালবাজারের কর্তারা। প্রতিটি পুজো কমিটির কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রতিটি প্রতিমার দলে পঞ্চাশ জন সদস্য ও চারটি গাড়ি থাকবে। প্রায় দু’হাজার পুলিশকর্মী অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন। শোভাযাত্রার দিন দক্ষিণ কলকাতা থেকে আসা পুজো কমিটিগুলি কুইন্‌স রোড থেকে লাভার্স লেন হয়ে রেড রোডে ঢুকবে।

গত বছর প্রায় চার ঘণ্টা শোভাযাত্রা চলেছিল। ব্যাপক যানজট হয়েছিল মধ্য কলকাতায়। এ বার আরও বেশি প্রতিমা অংশগ্রহণ করায় আরও সময় লাগবে। তাই এ বার বেশি করে যানজটের আশঙ্কা করছে পুলিশ। যদিও লালবাজারের এক কর্তার আশ্বাস, ‘‘কোনও সমস্যা হবে না।’’

Red Road immersion procession
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy