Advertisement
১৮ মে ২০২৪

প্রাকৃতিক বিপর্যয়ে বিমা চালুর প্রস্তাব

প্রাকৃতিক বিপর্যয়ের জেরে শহরে পরিকাঠামোর ক্ষতির খতিয়ান নতুন নয়। বেশিরভাগ সময়েই অর্থাভাবে সরকার ক্ষতিগ্রস্ত রাস্তা বা নিকাশি ব্যবস্থার মেরামতি করতে পারে না।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৭ ০০:১০
Share: Save:

প্রাকৃতিক বিপর্যয়ের জেরে শহরে পরিকাঠামোর ক্ষতির খতিয়ান নতুন নয়। বেশিরভাগ সময়েই অর্থাভাবে সরকার ক্ষতিগ্রস্ত রাস্তা বা নিকাশি ব্যবস্থার মেরামতি করতে পারে না। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতির জন্য বিমা চালু থাকলে এই সমস্যা সমাধান হতে পারে। বৃহস্পতিবার কলকাতা পুরসভা ও ব্রিটিশ ডেপুটি হাই-কমিশনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এক আলোচনায় সেই বিমা চালুর প্রস্তাব উঠল।

এ দিন ওই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি বিমা সংস্থার প্রতিনিধিরা। বিশেষজ্ঞেরা জানান, জলবায়ু পরিবর্তনে শুধু শহরের পরিকাঠামোগত ক্ষতিই হয় না, নাগরিক জীবনও বিপন্ন হয়। প্রসঙ্গত, ২০০৯-এ আয়লায় পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় প্রচুর বাড়ি ভেঙে গিয়েছিল। অনেকেই জীবিকা হারিয়েছিলেন।

সম্প্রতি একটি সংস্থার সমীক্ষায় ধরা পড়েছে, শহরেও কিছু কিছু এলাকায় জল জমার সমস্যা রয়েছে। এই সমস্যা শহরে উন্নত পরিকাঠামো তৈরিতে বাধা সৃষ্টি করছে। এই ধরনের নিকাশির সমস্যায় কোথাও কোথাও বাড়িতে জল ঢুকে যাচ্ছে। অথচ এই পরিকাঠামো উন্নয়ন সব সময়ে সরকারি টাকায় করা সম্ভব হচ্ছে না। তাই এ ধরনের বিমার প্রস্তাবের কথা ভাবা হয়েছে।

কলকাতার ব্রিটিশ ডেপুটি হাই-কমিশনার ব্রুস বাকনেল বলেন, ‘‘পৃথিবীর দশটি বড় শহরের মধ্যে কলকাতা উপকূলীয় বন্যাপ্রবণ হিসেবে চিহ্নিত। এই শহরে ঝড়ের প্রবণতা বেশি। তাই কলকাতা পুরসভার সঙ্গে আমরা শহরের পরিকাঠামোগত ও জলবায়ু সংক্রান্ত উন্নয়নের পরিকল্পনা নিয়েছি। কিন্তু সমস্যা টাকার। সেই পরিপ্রেক্ষিতেই বিমার কথা ভাবা হচ্ছে।’’ মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার বলেন,‘‘বিমা সংক্রান্ত বিষয়টি প্রস্তাব হিসেবেই রয়েছে। এই ধরনের বিমা কী ভাবে হবে ও তার প্রিমিয়াম কী হবে সেই সব বিষয়ে আলোচনা প্রয়োজন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Natural disaster insurance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE