Advertisement
০৪ মে ২০২৪
Dilapidated House

Dilapidated House: জীর্ণ বাড়ি সংস্কার আইনে সংশোধনের প্রস্তাব

পুরসভা সূত্রের খবর, ৪১২-এ ধারায় আছে, বসবাসের অযোগ্য জীর্ণ বাড়ির সংস্কারে বাড়িওয়ালা ও ভাড়াটেকে সুযোগ দেবে পুরসভা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ০৮:১১
Share: Save:

বছর পাঁচেক আগে শহরের জরাজীর্ণ বাড়িগুলির সংস্কারে বিধানসভায় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন, ১৯৮০-র ৪১২ ধারার সঙ্গে ৪১২-এ ধারা যুক্ত করতে সংশোধনী বিল আনা হয়েছিল। তাতে কাজ না হওয়ায় ওই ধারাকে ফের সংশোধন করতে পুর ও নগরোন্নয়ন দফতরে প্রস্তাব পাঠাচ্ছে কলকাতা পুরসভা।

শুক্রবার পুর প্রশাসকমণ্ডলীর বৈঠকে ৪১২-এ ধারার সংশোধনী প্রসঙ্গে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়। পুরসভা সূত্রের খবর, ৪১২-এ ধারায় আছে, বসবাসের অযোগ্য জীর্ণ বাড়ির সংস্কারে বাড়িওয়ালা ও ভাড়াটেকে সুযোগ দেবে পুরসভা। কিন্তু বাস্তবে অধিকাংশ ভাড়াটে বাড়ি ছাড়তে না চাওয়ায় সংস্কার শিকেয় ওঠে। পুরসভার বিল্ডিং দফতরের এক আধিকারিক বলেন, ‘‘৪১২-এ ধারা সংশোধন করার প্রস্তাবে বলা হয়েছে, ভাড়াটে বা দখলদারেরা কতটা জায়গা নিয়ে আছেন, তা জানতে পুরসভা সমীক্ষা করবে। পরে অ্যাসেসমেন্ট দফতর আইনের সাহায্যে ভাড়াটে বা অকুপায়ারদের অ্যাসেসমেন্ট সার্টিফিকেট দেবে।’’

বিল্ডিং দফতর সূত্রের খবর, সংশোধনী প্রস্তাবে ভাড়াটেদের সুবিধায় জোর দেওয়া হচ্ছে। এক পুর আধিকারিকের কথায়, ‘‘সংশোধিত আইনে বাড়ির জরাজীর্ণ অংশ ভেঙে অস্থায়ী নির্মাণের সুযোগও থাকবে।’’ সংশোধনী প্রস্তাবের বিরোধিতা করে ‘ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক সুকুমার রক্ষিত বলেন, ‘‘জমি ও বাড়ির মালিকের অনুমতি ছাড়া পুরসভা আইন প্রণয়ন করতে পারে না। আইন পাশ হলে আমরা আদালতে যাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilapidated House Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE