কেএমডিএ এলাকায় পানীয় জল সরবরাহ করা হয় যে সব সমবায় সমিতির মাধ্যমে, সেখানকার পাম্প অপারেটরেরা গত জানুয়ারি মাস থেকে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। বর্তমানে তাঁদের কারও হাতে টাকা না-থাকায় এই জরুরি পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন পাম্প অপারেটরেরা।
কেএমডিএ-র সিইও অন্তরা আচার্য বলেন, ‘‘বিভিন্ন প্রশাসনিক কারণে বেতন পেতে দেরি হয়েছে। ওঁরা যাতে দ্রুত বকেয়া বেতন পান, সেই বিষয়ে ব্যবস্থা নিয়েছি। আশা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই ওঁরা বকেয়া পেয়ে যাবেন।’’
সমবায় সমিতিগুলির সদস্যদের একাংশ জানান, তাঁরা অনেকেই শহরতলি বা আশপাশের জেলা থেকে আসেন। লকডাউনের ফলে তাঁরা পাম্পিং স্টেশনগুলিতেই রয়ে গিয়েছেন। বাড়ি ফিরতে পারছেন না। টাকা না-থাকার ফলে তাঁরা চরম সঙ্কটে পড়েছেন। এমনকি, লকডাউনের ফলে তাঁরা চলতি মাসের বকেয়া বিলও পাঠাতে পারেননি।