বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে রাস্তার ধারে সার দিয়ে বসানো হয়েছে আম, জামরুলের চারা। উদ্যোক্তাদের দাবি, গাছগুলি বড় হলে বদলে যাবে রাস্তার চেহারা। কিন্তু প্রশ্ন, গাছগুলি কি আদৌ বড় হবে? স্থানীয়েরা বলছেন, আগে একাধিক বার বৃক্ষরোপণ কর্মসূচির নামে চারা বসানো হয়েছে। শেষে বাঁচেনি।
দিন কয়েক আগে বারুইপুর পুলিশ জেলার তরফে পদ্মপুকুর সংলগ্ন বাইপাসে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির আয়োজন করা হয়। এর সঙ্গেই হয়েছিল বৃক্ষরোপণ কর্মসূচি। রাস্তার ধারে চারা লাগান পুলিশের উচ্চপদস্থ কর্তারা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্তারাও। চারা লাগান তাঁরাও। প্রায় ২০টি আম, লেবু, জামরুল, পেয়ারার চারা বসানো হয়।
স্থানীয়দের দাবি, এর আগেও একাধিক বার বাইপাস ও সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে চারা বসানো হয়েছিল। অভিযোগ, এর পরে আর কেউ চারাগুলির দিকে ঘুরেও তাকান না। রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলির অধিকাংশই বাঁচেনি। এ বারেও চারাগুলির একই পরিণতি হতে চলেছে বলেই আশঙ্কা তাঁদের। এক দোকানদারের কথায়, ‘‘ধুমধাম করে চারা বসানো হয়। তার পরে আর কেউ খোঁজ রাখেন না। এর আগেও একাধিক বার বাইপাসের ধারে চারা বসানো হয়েছে। কিন্তু সে সবই নষ্ট হয়েছে।’’