Advertisement
২০ এপ্রিল ২০২৪
Newtown

একাধিক দাবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ বাসিন্দারা

ইতিমধ্যেই নিউ টাউন এলাকায় ১২টি কমিউনিটি মার্কেট তৈরি করা হয়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৫
Share: Save:

পরিবহণ, রাস্তার ধারের হকার ঘিরে সমস্যা থেকে খেলার মাঠ, কমিউনিটি হল, স্কুল, হাসপাতাল তৈরি করার দাবি তুলেছিলেন নিউ টাউনের বাসিন্দাদের একটি অংশ। বাসিন্দাদের সেই সব দাবির মান্যতা দিতে আলোচনায় বসেছে প্রশাসনও। হিডকো সূত্রের খবর, প্রয়োজনীয় পদক্ষেপ করতে ধাপে ধাপে একাধিক পরিকল্পনাও করা হচ্ছে।

সম্প্রতি হিডকোর কাছে নিউ টাউন রেসিডেন্ট ওয়েলফেয়ার ফোরামের প্রতিনিধিরা এমনই দাবি পেশ করেন। যেমন, সম্পত্তিকর পুনর্বিন্যাস, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলা এবং ইংরেজি মাধ্যম সরকারি স্কুল তৈরি, সরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, প্রতি ব্লকে একটি করে কমিউনিটি হল, খেলার মাঠ, সুইমিং পুল, চলমান সিঁড়ি-সহ সাবওয়ে ইত্যাদির দাবি ছিল তাঁদের পেশ করা সেই তালিকায়।

নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি সূত্রের খবর, ইতিমধ্যেই নিউ টাউন এলাকায় ১২টি কমিউনিটি মার্কেট তৈরি করা হয়েছে। তবে স্কুল, হাসপাতাল এবং আরও কমিউনিটি হল তৈরির কথা ভাবা হচ্ছে। নিউ টাউনের বাসিন্দাদের একটি সংগঠনের যুগ্ম আহ্বায়ক সমীর গুপ্ত এবং লুতফুল আলম জানান, তাঁদের প্রস্তাব বিবেচনা করা হবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছে। তবে দ্রুত সেই সব দাবি পূরণ হলে বাসিন্দাদের সুবিধা হবে। তাঁদের আরও দাবি, নিউ টাউনে বাসের সুবিধা, ব্লকের ভিতরে টোটো বা অটোর চলাচল বাড়াতে পদক্ষেপ হোক। সে সব দাবি নিয়েও ভাবনাচিন্তা হচ্ছে বলে দাবি প্রশাসনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Newtown Kolkata HIDCO
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE