Advertisement
০২ জুন ২০২৪
Coronavirus

আবাসনেই করোনা চিকিৎসার উদ্যোগ বাসিন্দাদের

ওই আবাসনের বাসিন্দাদের সংগঠনের সভাপতি সুদীপ্ত মুখোপাধ্যায় জানান, আবাসনের একটি কমিউনিটি হলে এই ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনেই পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করা হচ্ছে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২০ ০৩:২৮
Share: Save:

করোনার সঙ্গে যুদ্ধে জিততে প্রশাসনের পাশাপাশি উদ্যোগী হচ্ছেন সাধারণ মানুষও। এ বার নিজেদের সুবিধার জন্য আবাসন চত্বরেই ‘স্মল কোভিড কেয়ার ফেসিলিটি’ প্রস্তুত করতে উদ্যোগী হয়েছেন একটি আবাসনের বাসিন্দারা। তাঁরা রাজ্য সরকারের কাছে ওই ইউনিট চালু করার জন্য আবেদন করেছেন। নিউ টাউনের ওই আবাসনে গিয়ে মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রতিনিধি, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-র চেয়ারম্যান দেবাশিস সেন-সহ চিকিৎসকেরা ইউনিটটি পরিদর্শন করেন।

ওই আবাসনের বাসিন্দাদের সংগঠনের সভাপতি সুদীপ্ত মুখোপাধ্যায় জানান, আবাসনের একটি কমিউনিটি হলে এই ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনেই পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করা হচ্ছে। ৫-৬টি শয্যার পাশাপাশি চিকিৎসক, নার্সদের আলাদা কক্ষ, পিপিই পরিবর্তনের আলাদা জায়গার ব্যবস্থাও সেখানে রয়েছে। সরকারের অনুমোদন পেলেই ইউনিটটি কাজ শুরু করবে। সে ক্ষেত্রে নিজেদের উদ্যোগে রাজ্যে প্রথম কোনও আবাসনে এমন কাজ হবে বলে বাসিন্দাদের দাবি।

ওই আবাসনের বাসিন্দারা জানাচ্ছেন, কোথাও করোনা আক্রান্ত হওয়ার খবর এলে আতঙ্ক ছড়াচ্ছে। পাশাপাশি, আক্রান্ত এবং তাঁর পরিবার কোথায়, কী ভাবে চিকিৎসা করাবেন তা নিয়ে চিন্তায় পড়ছেন। মানসিক ভাবে ভেঙেও পড়ছেন অনেকে। চিকিৎসা শুরু হতে দেরিও হচ্ছে অনেক ক্ষেত্রে। তাতে রোগীর অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা থাকে। তাই এলাকায় রোগীর দেখভাল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকলে ভরসা পাবেন সকলেই।

ওই আবাসনের আবাসিক সমিতি সূত্রের খবর, সেখানকার বাসিন্দা দুই চিকিৎসক স্বেচ্ছায় ওই কেন্দ্রে রোগীদের চিকিৎসা করবেন। সম্প্রতি ওই আবাসনের বাসিন্দা, আর এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি বর্তমানে সুস্থ। তিনিও ওই কাজে যুক্ত হতে চেয়েছেন। দু’জন প্রশিক্ষিত নার্সকে নিয়োগ করার পরিকল্পনা রয়েছে।

এনকেডিএ-র এক কর্তা জানান, উদ্যোগটি প্রশংসনীয়। ওই কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করা সম্ভব হবে। এনকেডিএ সহযোগিতা করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health Covid-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE