Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ডিউটিতে আসার পথে দুর্ঘটনায় মৃত সার্জেন্ট

ডিউটিতে যাওয়ার জন্য বিশরপাড়ার বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেরিয়েছিলেন তিনি। কিন্তু ডিউটিতে যাওয়া আর হল না। মাঝপথে একটি স্কুলবাসের ধাক্কায় প্রাণ হারালেন এক ট্রাফিক সার্জেন্ট। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যশোর রোডে। মৃতের নাম অনিমেষ রায় (২৬)।

অনিমেষ রায়

অনিমেষ রায়

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪২
Share: Save:

ডিউটিতে যাওয়ার জন্য বিশরপাড়ার বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেরিয়েছিলেন তিনি। কিন্তু ডিউটিতে যাওয়া আর হল না। মাঝপথে একটি স্কুলবাসের ধাক্কায় প্রাণ হারালেন এক ট্রাফিক সার্জেন্ট। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যশোর রোডে। মৃতের নাম অনিমেষ রায় (২৬)। তিনি ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বিমানবন্দরের ১ নম্বর গেট থেকে নাগেরবাজারের দিকে কিছু দূরেই ঘটে এ দিনের দুর্ঘটনা। একটি গাড়ি রাস্তা জুড়ে যাচ্ছিল। সেটির পিছনে মোটরবাইক নিয়ে যাচ্ছিলেন অনিমেষবাবু। সামনের গাড়িটিকে পাশ কাটাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। বাইকটি বাঁ দিকে পড়ে যায়। রাস্তায় ছিটকে পড়েন ওই সার্জেন্ট। সে সময়ে পিছন থেকে আসছিল একটি স্কুলবাস। সেটি অনিমেষবাবুর উপর দিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই সার্জেন্টকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মাত্র দেড় বছর আগে সার্জেন্ট পদে যোগ দিয়েছিলেন অনিমেষবাবু। এ দিন নাগেরবাজারের ওই হাসপাতালে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান উত্তর ২৪ পরগনা ও কলকাতা পুলিশের কর্তারা। স্কুলবাসটি আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিমানবন্দরের ১ নম্বর গেট মোড়ে সিগন্যাল চালু হলেই গাড়িগুলি তীব্র গতিতে নাগেরবাজারের দিকে যায়। ওই রাস্তা দিয়ে চলাচল করে মাটি-বালি ভর্তি লরিও। সেই মাটি ও বালি অনেক সময়েই রাস্তায় পড়ে থাকে। পিছলে যায় সাইকেল, মোটরবাইকের চাকা। এ দিনও তেমনই ঘটেছে বলে তাঁদের দাবি। বিধাননগরের এক পুলিশ কর্তা জানান, মাটি বা বালির কারণে দুর্ঘটনার তথ্যপ্রমাণ মেলেনি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি স্কুলবাস সার্জেন্টের মোটরবাইকে ধাক্কা মারে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road mishap sergeant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE