Advertisement
E-Paper

আইসিসিআরে শুরু কলকাতা আর্ট ফেয়ার, হাজারের বেশি শিল্পকর্ম, হাজির দেশের ৪০০ শিল্পী

১৭ মার্চ থেকে আইসিসিআরে শুরু হয়েছে ‘কলকাতা আর্ট ফেয়ার’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী যোগেন চৌধুরী, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, শিল্পী সমীর আইচ প্রমুখ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৩ ২২:১৩
Image of Shyam Sunder Co.

শুরু হয়ে গেল কলকাতা আর্ট ফেয়ার। — নিজস্ব চিত্র।

শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের উদ্যোগে চলছে ‘কলকাতা আর্ট ফেয়ার ২০২৩’। ১৭ মার্চ থেকে শুরু হয়েছে এই শিল্প মেলা। চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। এই উপলক্ষে হাজির ছিলেন শহরের একঝাঁক কৃতি মানুষ।

দেশে কলকাতার সমাদর সংস্কৃতির পীঠস্থান হিসাবে। ‘কলকাতা আর্ট ফেয়ার’-এর মাধ্যমে মহানগরীর চিরন্তন ঐতিহ্যকে আবারও সকলের সামনে তুলে ধরার প্রয়াস নিয়েছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। এ বার শিল্পীদের সৃষ্টি প্রদর্শনের তৃতীয় সংস্করণে হাজির হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের চার শতাধিক শিল্পী। হাজারেরও বেশি শিল্পকলার ডালি নিয়ে হাজির হয়েছেন তাঁরা কলকাতার মানুষের মনজয় করতে। চিত্রকলা, ভাস্কর্য, সেরামিক, আলোকচিত্র, গ্রাফিক-সহ সব ধরনের শিল্পের নজির তুলে ধরা হয়েছে আইসিসিআরের রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারের ৪টি গ্যালারিতে। মেলায় হাজির ছিলেন শিল্পী যোগেন চৌধুরী, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, শিল্পী সমীর আইচের মতো ব্যক্তিত্বরা।

‘কলকাতা আর্ট ফেয়ার’-এর সম্পাদক ও আয়োজক মেহতাব মোল্লা বলেন, ‘‘কলকাতা আর্ট ফেয়ারের প্রধান উদ্দেশ্য কলকাতার শিল্প, কৃষ্টি, সংস্কৃতিতে কতটা পরিপূর্ণ তা সকলকে আরও এক বার মনে করিয়ে দেওয়া। এ ছাড়া চিত্রকলা, ভাস্কর্য, আলোকচিত্র, গ্রাফিক নিয়ে যে সব নতুন নতুন অভাবনীয় কাজ হচ্ছে, তা জানানোই এই শিল্প মেলার লক্ষ্য।’’

শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “আমরা সব সময় আমাদের জুয়েলারি শোরুমের চার দেয়ালের মধ্যে আটকে না থেকে উৎকর্ষের সাধনা করে চলেছি। আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, রীতিনীতি যেগুলো সোনার মতোই মূল্যবান, তা উদ্‌যাপন করে চলেছি। খুবই আনন্দের কথা যে, কলকাতা আর্ট ফেয়ারের সূচনা থেকেই আমরা যুক্ত আছি।’’

সংস্থার অন্যতম ডিরেক্টর রূপক সাহা বলেন, ‘‘কলকাতা আর্ট ফেয়ারের তৃতীয় সংস্করণটি উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই উদ্যোগ মানুষের থেকে অভাবনীয় সাড়া পেয়েছে। এই বহু প্রতীক্ষিত বার্ষিক প্রদর্শনীটি ইতিমধ্যেই শহরের ইভেন্ট ক্যালেন্ডারে নিজস্ব জায়গা করে নিয়েছে।’’

Art fare Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy