সাধারণ মানুষের অসচেতনতার সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা টাকা তুলে নিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। বিশেষত মহিলা এবং প্রবীণদের নিশানা করছে ওই অপরাধীরা। এই অবস্থায় সাইবার অপরাধ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে থানায় এনে সাধারণ নাগরিকদের মধ্যে প্রচার চালাচ্ছে ওয়াটগঞ্জ থানার পুলিশ।
সূত্রের খবর, প্রতি সপ্তাহে ওয়াটগঞ্জ থানার কনফারেন্স হলে ওই সচেতনতার ‘ক্লাস’ হচ্ছে। উপস্থিত থাকছেন এলাকার ৫০ জন বাসিন্দা। থানার ওসি থেকে বিশেষজ্ঞেরা সাইবার অপরাধের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের সতর্ক করেছেন। ওই অপরাধীদের ঠেকাতে কী কী করা যাবে না, সেই বিষয়েও বোঝাচ্ছেন পুলিশকর্তারা। এক পুলিশ অফিসার এলাকায় ঘুরে ঘুরে সাইবার অপরাধের বিষয়ে সতর্ক করার সঙ্গেই নেওয়া হচ্ছে ওই ক্লাস। থানা সূত্রের খবর, ক্লাসে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো।
পুলিশ সূত্রের খবর, সাইবার অপরাধের অভিযোগ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। কখনও অচেনা নম্বর থেকে ভিডিয়ো কল করে অশ্লীল ছবি দেখিয়ে টোপ দেওয়া হচ্ছে। কখনও ঋণ পাইয়ে দেওয়ার নাম করে ফোন করে চলছে প্রতারণা। আবার যাঁরা স্মার্ট ফোন ব্যবহারে ততটা পটু নন, সেই সব মহিলা এবং প্রবীণ নাগরিকদের ফাঁদে ফেলছে প্রতারকেরা।