Advertisement
৩০ এপ্রিল ২০২৪

বিয়ের প্রস্তাব দিয়ে কিশোরী পাচার, ধৃত

সতেরো বছরের এক কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় থেকে রাজু নামে ওই যুবককে ধরে ফলতা থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০০:৪২
Share: Save:

সতেরো বছরের এক কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় থেকে রাজু নামে ওই যুবককে ধরে ফলতা থানার পুলিশ। অভিযোগ, মাস দেড়েক আগে ওই নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে যায় রাজু। পরে তাকে আলিগ়়ড়ে এক জাঠের কাছে বিক্রি করে দেয়। দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ সূত্রের খবর, এর আগেও একাধিক নাবালিকা-তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্তরপ্রদেশ, হরিয়ানায় বিক্রির অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে।

কী করে সন্ধান মিলল এই পাচারকারীর?

পুলিশ সূত্রের খবর, মাস দেড়েক আগে বছর সতেরোর ওই কিশোরীর বাড়ি থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে পুলিশ জানতে পারে, এক বান্ধবীর মাধ্যমে রাজুর সঙ্গে আলাপ হয়েছিল তার। জানা যায়, ওই কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময়ে বান্ধবী তরুণীও ছিল। খোঁজ শুরু হয় সেই তরুণীর। কিছু সূত্রের ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ এবং এ রাজ্যের টাস্ক ফোর্সের সদস্য সংস্থা শক্তিবাহিনী মিলে অভিযান চালায় আলিগড়ে। সেখান থেকেই নিখোঁজ কিশোরীকে উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয় ওই তরুণীকেও। জেরায় সেই রাজুর খোঁজ দেয়। পুলিশের দাবি, ধৃতের হাত দিয়ে এই জেলার একাধিক নাবালিকা ভিন্‌ রাজ্যে পাচার হয়েছে। তাকে জেরা করে আরও চক্র ও পাচারকারীর খোঁজ মিলবে বলে মনে করছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Youth Trafficking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE