Advertisement
১৯ মে ২০২৪
Metro Construction

নবদিগন্ত স্টেশন তৈরির পুলিশি অনুমতি মিলল, লক্ষ্যমাত্রা ডিসেম্বর

নির্মাণ কাজ শুরুর পরে এক দশকের বেশি সময় কেটে গেলেও মেট্রো প্রকল্পের কাজ এখনও শেষ হতে বাকি রয়েছে। গত কয়েক বছরে কাজের গতি খানিকটা বৃদ্ধি পাওয়ায় ওই মেট্রোর নিউ গড়িয়া-রুবি অংশের কাজ শেষ হয়েছে।

An image of Metro Construction

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৩ ০৯:৪০
Share: Save:

অবশেষে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের নবদিগন্ত মেট্রো স্টেশনের নির্মাণ শুরুর প্রক্রিয়ায় গতি এল। ওই কাজের জন্য বিধাননগর কমিশনারেট শনিবারই তাদের প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। এ বার দ্রুত কাজ শুরু হবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

নির্মাণ কাজ শুরুর পরে এক দশকের বেশি সময় কেটে গেলেও ওই মেট্রো প্রকল্পের কাজ এখনও শেষ হতে বাকি রয়েছে। গত কয়েক বছরে কাজের গতি খানিকটা বৃদ্ধি পাওয়ায় ওই মেট্রোর নিউ গড়িয়া-রুবি অংশের কাজ শেষ হয়েছে। যদিও ওই অংশে এখনও পরিষেবার সূচনা হয়নি। রুবি থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশের কাজ চলছে জোর কদমে। তবে ওই মেট্রোর নিউ টাউন লাগোয়া একাধিকঅংশের কাজ এখনও বাকি। জমির সমস্যায় দীর্ঘদিন সেক্টর ফাইভের নিউ টাউন লাগোয়া অংশে নবদিগন্ত স্টেশনের নির্মাণ শুরুই করা যায়নি। ওই মেট্রোপথের ১৩তম স্টেশন হবে নবদিগন্ত।

শেষ পর্যন্ত নতুন করে অন্য জায়গায় ২৭৯১ বর্গ মিটার জমি অধিগ্রহণের ব্যবস্থা করতে হয়। প্রায় ১৮০ মিটার লম্বা এবং ৩৫ মিটার চওড়া নবদিগন্ত স্টেশন ভবনের নির্মাণ কাজের জন্য লাগোয়া রাস্তার যানবাহন অন্য দিকে ঘুরিয়ে দিতে বিধাননগর কমিশনারেটের অনুমতির অপেক্ষা করা হচ্ছিল। এ দিন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, আগামী মাসেই এই নির্মাণ কাজ শুরু হবে। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে।

৩২ কিলোমিটার লম্বা ওই মেট্রোপথ কলকাতার নির্মীয়মাণ মেট্রোগুলির মধ্যে দীর্ঘতম। হলদিরাম সংলগ্ন ভিআইপি রোডের কাছে কিছুটা এগিয়ে ওই মেট্রোর অন্তিম অংশ ভূগর্ভ দিয়ে যাওয়ার কথা। সেই নির্মাণ শুরু হয়নি। নিউগড়িয়া-বিমানবন্দর এবং নোয়াপাড়া-বারাসত মেট্রোপথের স্টেশন বিমানবন্দর এলাকায় পাশাপাশি থাকবে। দু’টি মেট্রোপথের জন্য ৫টি লাইনের সমন্বয়ে স্টেশন হচ্ছে বিমানবন্দরে। ভূগর্ভস্থ ডিপোর নির্মাণও শেষ হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE