Advertisement
০৩ মে ২০২৪
TMC rally

নোট বাতিলের প্রতিবাদে তৃণমূলের মিছিল, ভোগান্তি শহরবাসীর

নোট বাতিলের প্রতিবাদে তৃণমূলের মিছিলে নাকাল শহরবাসী। বুধবার মিছিলের জন্য অনেকগুলি রাস্তা বন্ধ রাখা হয়েছিল। যার জেরে ভোগান্তি পড়েন পথচলতি মানুষজন।

কলেজ স্ট্রিট থকে  মিছিল শুরু  হয়ে ধর্মতলায় শেয হয়। ছবি: সুদীপ্ত ভৌমিক।

কলেজ স্ট্রিট থকে মিছিল শুরু হয়ে ধর্মতলায় শেয হয়। ছবি: সুদীপ্ত ভৌমিক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ১৬:১৯
Share: Save:

নোট বাতিলের প্রতিবাদে তৃণমূলের মিছিলে নাকাল শহরবাসী। বুধবার মিছিলের জন্য অনেকগুলি রাস্তা বন্ধ রাখা হয়েছিল। যার জেরে ভোগান্তি পড়েন পথচলতি মানুষজন।

কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিংয়ে গিয়ে মিছিল শেষ হয়। মিছিলে সেই ভাবে ভিড় চোখে না পড়লেও, তার জন্য বেশ কিছু ক্ষণ স্তব্ধ থাকে কলকাতার একাংশ। পর্যাপ্ত সংখ্যক পুলিশ থাকলেও মিছিলে জেরে যানজট সামলানো যায়নি।

শুধু কলকাতা নয়। আশপাশের জেলা থেকেও দলীয় কর্মী-সমর্থক মিছিলে এসে যোগ দেন। শিয়ালদহ, হাওড়া এবং শ্যামবাজার থেকে মিছিল করে সমর্থকেরা কলেজ স্ট্রিটে এসে জমায়েত হন। যার জেরে শিয়ালদহ এবং শ্যামবাজার চত্বর সংলগ্ন বিভিন্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এ দিন দুপুর ২টো নাগাদ মিছিল শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কিছু আগেই তা শুরু হয়ে যায়। নির্মল চন্দ্র স্ট্রিট ধরে হিন্দ সিনেমার সামনে দিয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে মিছিল ধর্মতলায় পৌঁছয়। ডোরিনা ক্রসিংয়ে গিয়ে তা শেষ হয়।

তৃণমূলের এই কর্মসূচির জন্য দুপুরের পর থেকেই ওই সব রাস্তা বন্ধ রাখা হয়েছিল। সেই সঙ্গে যান নিয়ন্ত্রণ করা হয়েছে জওহরলাল নেহেরু রোড, লেনিন সরণি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং মহাত্মা গাঁধী রোডের একাংশে। মিছিলের জন্য প্রায় পাঁচশো পুলিসকর্মী রাস্তায় নামানো হয়েছে বলে লালবাজারের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: নোট বদল ইস্যুতে বিক্ষোভে উত্তাল সংসদ, বাইরেও ধর্নায় বিরোধীরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC rally demonisation traffic jam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE