বিপর্যস্ত মাঝেরহাট সেতুর অবশিষ্ট অংশ ভাঙার কাজের জন্য কাল, রবিবার বিকেল ৫টা থেকে আগামী মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন বন্ধ থাকবে। তবে যাত্রীদের সুবিধার জন্য কিছু ট্রেন নিউ আলিপুর থেকে শিয়ালদহের মধ্যে চালানো হবে। ব্রেসব্রিজ থেকে বজবজের মধ্যে চালানো হবে কয়েকটি ডিজেল চালিত লোকাল। অন্য দিকে, নিউ আলিপুর থেকে ব্রেসব্রিজের মধ্যে কোনও ট্রেন চলবে না। বন্ধ থাকছে মাঝেরহাট হয়ে বালিগঞ্জের দিকে চক্ররেলও।
রেল সূত্রের খবর, ভেঙে পড়া মাঝেরহাট সেতুর মিডস্প্যান গার্ডার কেটে ফেলার পরিকল্পনা হয়েছিল দু’ধাপে। প্রথম দফার কাজ জানুয়ারির শুরুতে সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় দফার কাজের জন্য বন্ধ রাখতে হচ্ছে মাঝেরহাট স্টেশনের ১, ২ এবং ৩ নম্বর লাইন। ফলে ওই অংশে যাত্রিবাহী ট্রেন চলাচল বন্ধ থাকছে।
রেল সূত্রে আরও জানা গিয়েছে, শিয়ালদহ-বজবজ শাখায় ৩টি আপ, ২টি ডাউন ট্রেন ছাড়াও ৭ জোড়া লোকাল এবং এক জোড়া নৈহাটি-বজবজ লোকালের যাত্রা নিউ আলিপুর পর্যন্ত সংক্ষেপিত করা হয়েছে। তবে সোমবার ভিড়ের চাপ সামলাতে ১৯ জোড়া ট্রেন শিয়ালদহ থেকে নিউ আলিপুরের মধ্যে চলবে। অন্য দিকে, বজবজ শাখার যাত্রীদের সুবিধার জন্য রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত তিন জোড়া ডেমু (ডিজেল মোটর ইউনিট) লোকাল চালানো হবে।
একই ভাবে সোমবার সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বজবজ থেকে ব্রেসব্রিজের মধ্যে চলবে ৯ জোড়া ডিজেল চালিত লোকাল। শিয়ালদহ ডিভিশনের এক আধিকারিক বলেন, ‘‘চলতি মাসের মধ্যেই সেতু ভাঙার কাজ শেষ করা হবে বলে রাজ্য সরকারকে বলা হয়েছিল। সেই মতো যাত্রীদের অসুবিধা যথাসম্ভব কম করে ওই কাজ হচ্ছে।’’