Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পুলিশের ‘গায়ে হাত’, ধৃত ২ যুবক

খাস কলকাতায় ফের আক্রান্ত পুলিশ। এ বার অবশ্য কর্তব্যরত অবস্থায় নয়। রবিবার সকালে বাজার করে ফেরার সময় মদ্যপ দুই যুবকের হাতে নিগৃহীত হলেন হরিদেবপুর থানার কনস্টেবল কৃষ্ণ দাস। গ্রেফতার হয়েছেন ওই দুই যুবক। ধৃতদের নাম দেবর্ষি ভট্টাচার্য এবং চন্দ্রকান্ত সিংহ। দক্ষিণ দমদম থানার প্রাক্তন কাউন্সিলর সুশান্ত সাহার ছেলে দেবর্ষি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জুলাই ২০১৬ ০১:৫২
Share: Save:

খাস কলকাতায় ফের আক্রান্ত পুলিশ। এ বার অবশ্য কর্তব্যরত অবস্থায় নয়। রবিবার সকালে বাজার করে ফেরার সময় মদ্যপ দুই যুবকের হাতে নিগৃহীত হলেন হরিদেবপুর থানার কনস্টেবল কৃষ্ণ দাস। গ্রেফতার হয়েছেন ওই দুই যুবক। ধৃতদের নাম দেবর্ষি ভট্টাচার্য এবং চন্দ্রকান্ত সিংহ। দক্ষিণ দমদম থানার প্রাক্তন কাউন্সিলর সুশান্ত সাহার ছেলে দেবর্ষি।

পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল সাতটা নাগাদ ই এম বাইপাস ও মানিকতলা মেন রোডের মোড়ে রাস্তা পেরোচ্ছিলেন কৃষ্ণবাবু। সেই সময়ে দ্রুতবেগে আসা একটি লাক্সারি ট্যাক্সিকে থামতে বলেন তিনি। অভিযোগ, চালক গাড়ি থামালেও পিছনে বসে থাকা দেবর্ষি ও চন্দ্রকান্ত নেমে এসে কৃষ্ণবাবুর সঙ্গে অভব্য আচরণ করতে থাকেন। গাড়ি থামাতে বলার জন্য কৃষ্ণবাবুর সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেন তাঁরা। আরও অভিযোগ, মত্ত অবস্থায় থাকা ওই দু’জন কৃষ্ণবাবুকে ধাক্কাও দেন। ফোনে ফুলবাগান থানায় খবর দিলে পুলিশ এসে দু’জনকে ধরে। ধৃতদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ জানায়, ধৃতদের থানায় আনার পরে আইনজীবী নিয়ে এসে তাঁদের জামিনের ব্যবস্থা করেন সুশান্তবাবু। তিনি বলেন, ‘‘ট্যাক্সিচালকই বেপরোয়া ভাবে চালাচ্ছিলেন। চালকের দোষ আমার ছেলের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।’’ তবে তিনি মেনে নেন যে তাঁর ছেলে ও চন্দ্রকান্ত মত্ত অবস্থায় ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Police Police Assault
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE