Advertisement
২৭ এপ্রিল ২০২৪

নতুন সার্চ কমিটিতে দুই উপাচার্য

রাজ্যের উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তাঁর প্রতিনিধি হিসেবে সিদো-কানহু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপকরঞ্জন মণ্ডলকে মনোনীত করেছেন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ০৩:২৬
Share: Save:

কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রথম সার্চ বা সন্ধান কমিটি ভেঙে যাওয়ার পরে তিন সদস্যের নতুন সার্চ কমিটি গড়ার কাজ মঙ্গলবারেই সম্পূর্ণ হয়েছে।

রাজ্যের উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তাঁর প্রতিনিধি হিসেবে সিদো-কানহু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপকরঞ্জন মণ্ডলকে মনোনীত করেছেন। আর রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে সার্চ কমিটিতে থাকবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহা। বাতিল হয়ে যাওয়া সার্চ কমিটিতে রাজ্যপালের প্রতিনিধি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র তদানীন্তন চেয়ারম্যান বেদ প্রকাশ। তাতে রাজ্য সরকারের প্রতিনিধি ছিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সের অধিকর্তা শান্তনু ভট্টাচার্য। নতুন সার্চ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে তাঁকেই রাখা হয়েছে।

রাজ্য চাইছে, অতি দ্রুত স্থায়ী উপাচার্য মানোনয়ন করা হোক। কলকাতা বিশ্ববিদ্যালয় দীর্ঘ দু’বছর ধরে অস্থায়ী উপাচার্যদের হাতে থাকায় প্রশ্ন উঠছে। তাই আর দেরি করতে চাইছে না সরকার। শুক্রবার অস্থায়ী উপাচার্য আশুতোষ ঘোষের মেয়াদ শেষ হচ্ছে। নতুন স্থায়ী উপাচার্য আসা পর্যন্ত উপাচার্যের দায়িত্ব সামলাবেন সহ-উপাচার্য (অর্থ) সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE