Advertisement
E-Paper

ভূগর্ভস্থ পাইপলাইনের ভাল্‌ভ ভেঙেই ঘটে বিপত্তি

সোমবার সারা রাত কাজ করার পরে ভাল্‌ভ ভেঙে যাওয়ার বিষয়টি নজরে আসে কলকাতা পুরসভার কর্মীদের। তখনই সাময়িক ভাবে তা মেরামত করা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ০০:০৯
কর্মকাণ্ড: চলছে জলের পাইপ মেরামতির কাজ। (ইনসেটে) তার জেরে যানজট। মঙ্গলবার, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে। ছবি: স্বাতী চক্রবর্তী

কর্মকাণ্ড: চলছে জলের পাইপ মেরামতির কাজ। (ইনসেটে) তার জেরে যানজট। মঙ্গলবার, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে। ছবি: স্বাতী চক্রবর্তী

রাস্তা থেকে প্রায় ১০ ফুট নীচে পানীয় জলের পাইপের ভাল্‌ভ ভেঙে গিয়েছিল। আর সে কারণে ক্রমাগত জল বেরিয়ে জলমগ্ন হয়ে পড়েছিল চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রামমন্দির এলাকা। সোমবার সারা রাত কাজ করার পরে ভাল্‌ভ ভেঙে যাওয়ার বিষয়টি নজরে আসে কলকাতা পুরসভার কর্মীদের। তখনই সাময়িক ভাবে তা মেরামত করা হয়। তবে ওই ভাঙা ভাল্‌ভ পুরোপুরি পাল্টানোর কাজ শুরু হয়েছে মঙ্গলবার রাতে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, আজ বুধবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। পুর কর্তৃপক্ষের থেকে ওই আশ্বাস পেয়ে আপাতত স্বস্তিতে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা।

শহরের অন্যতম ব্যস্ত রাস্তা চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের উপরে রামমন্দির এলাকায় গত বৃহস্পতিবার থেকে জল জমছিল। অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনও সুরাহা হয়নি।

পরে বসে যায় রাস্তার একাংশও। এক দিকে জমা জল, অন্য দিকে রাস্তার কিছুটা অংশ বসে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল। শেষে তিন দিন পরে, সোমবার ঘটনাস্থলে আসেন পুরসভার ইঞ্জিনিয়ারেরা। আসেন মেয়র ফিরহাদ হাকিম। রাত থেকেই শুরু হয় পাইপ

মেরামতির কাজ।

পুরসভার জল সরবরাহ দফতরের চিফ এগজিকিউটিভ অফিসার বিভাস মাইতি মঙ্গলবার জানান, ওই রাস্তার ৯ মিটার নীচেই রয়েছে মেট্রো স্টেশনের ছাদ। যেখানে খোঁড়াখুঁড়ি করা হয়েছে, তার ঠিক নীচ দিয়েই মেট্রো যাওয়ায় অত্যন্ত সাবধানে কাজ করতে হয়েছে। নীচ থেকে মাটি খোঁড়ার ফলে যাতে ধস না নামে, লক্ষ রাখতে হয়েছে সে দিকেও। বিভাসবাবু বলেন, ‘‘মাটির নীচে ৪২ ইঞ্চি পাইপের ভাল্‌ভ ভেঙে এই বিপত্তি। সোমবার রাতেই তা প্রাথমিক মেরামত করে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। তবে ভাল্‌ভ পুরো বদলানোর কাজ শুরু হচ্ছে মঙ্গলবার রাতে। সারা রাত কাজ হবে।’’ তিনি আরও জানান, আগামী শনিবার জল সরবরাহ বন্ধ রেখে পাইপ সারানো হবে বলে প্রথমে ঠিক হয়েছিল। কিন্তু পরে দেখা যায়, গভীর রাতে ভাল্‌ভ পাল্টানোর কাজ করলে কোনও অসুবিধা হবে না। কারণ, সে সময়ে যান চলাচল অনেকটাই কম থাকে। তাই মঙ্গলবার রাতেই কাজ করা হচ্ছে।

ওই ফাটল থেকে জল বেরোনো আপাতত বন্ধ হয়েছে বলে জানিয়েছেন পুরসভার কর্মীরা। ফলে নতুন করে এলাকা আর জলমগ্ন হয়নি। এক দোকানি গীতা সাউ বলেন, ‘‘দোলের দিন থেকে জল জমে ছিল রাস্তা ও ফুটপাতে। এই ক’দিন ব্যবসার খুব ক্ষতি হয়েছে। আজ অবস্থা অনেকটাই স্বাভাবিক। বাড়িতেও ঠিক মতো পানীয় জল পাচ্ছি।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ দিকে, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের মতো ব্যস্ত রাস্তায় জেসিবি মেশিন দিয়ে মাটি খুঁড়ে কাজ চলায় দিনভর যানজট ছিল ওই এলাকায়। কিছু গাড়িকে শ্যামবাজার থেকে এপিসি রোড ও বিধান সরণি দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। বিবেকানন্দ রোড হয়ে ধর্মতলাগামী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হয় আমহার্স্ট স্ট্রিট দিয়ে। এ ছাড়া, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে ধর্মতলার দিকে যাওয়া গাড়িকে রামমন্দিরের পাশে একটি ছোট লেন তৈরি করে পাঠানোর ব্যবস্থা করে ট্র্যাফিক পুলিশ।

KMC Sewage System
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy