Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ফের জোড়া ধাক্কা জল সরবরাহে

গার্ডেনরিচ পাম্পিং স্টেশনের ফেজ ওয়ানের একটি পাম্পে বিস্ফোরণের জের এখনও চলছে। তার মধ্যে পলতা জলপ্রকল্পের একটি ‘এয়ার ভাল্ভ’ ফেটে বিপত্তি ঘটল মঙ্গলবার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৮ ০২:৫৯
Share: Save:

গার্ডেনরিচ পাম্পিং স্টেশনের ফেজ ওয়ানের একটি পাম্পে বিস্ফোরণের জের এখনও চলছে। তার মধ্যে পলতা জলপ্রকল্পের একটি ‘এয়ার ভাল্ভ’ ফেটে বিপত্তি ঘটল মঙ্গলবার। সেই সঙ্গে কসবা বুস্টার পাম্পিং স্টেশনেও বিদ্যুতের সংযোগ সাময়িক ভাবে ছিন্ন হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় জল সরবরাহে দেরি হয় এ দিন। পুরকর্মীদের একাংশ জানিয়েছেন, সব মিলিয়ে জল নিয়ে রীতিমতো হাবুডুবু খাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা পুর প্রশাসনের! যদিও পুর কর্তৃপক্ষের বক্তব্য, এ দিন জল সরবরাহে কোনও রকম বিঘ্ন ঘটেনি।

পুরসভা সূত্রের খবর, এ দিন পলতা জলপ্রকল্পের পাইপলাইনের একটি ‘এয়ার ভাল্ভ’ হঠাৎ ফেটে যায়। পাইপলাইনের ভিতরের জলতলের ভারসাম্যের জন্য নির্দিষ্ট দূরত্বে ‘এয়ার ভাল্ভ’ থাকে। পাইপলাইন উঁচুনিচু জায়গা দিয়ে যাওয়ার সময়ে ওই ভাল্ভ-ই অতিরিক্ত জল বার করে জলতলের সমতা বজায় রাখে। এ দিন বি টি রোডের নীচে জলের পাইপলাইনের সে রকমই একটি ভাল্ভ ফেটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরসভা দ্রুত কাজ শুরু করে। এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তবে ওই ঘটনার জন্য জল সরবরাহে কোনও বিঘ্ন ঘটেনি বলেই পুর কর্তৃপক্ষ দাবি করেছেন। এক পদস্থ আধিকারিকের কথায়, ‘‘এ রকম ঘটনা প্রায়ই ঘটে। রুটিন মেরামতিও হয়। এ দিনও তেমনটাই ঘটেছে।’’ এ দিনই আবার কসবার এক বুস্টার পাম্পিং স্টেশনে বিদ্যুতের সংযোগ ছিন্ন হয়ে যায়। দ্রুত সেই সংযোগ স্থাপন করলেও তার জেরে বিকেলে জল নির্দিষ্ট সময়ের কিছুটা দেরিতে যায় সংশ্লিষ্ট এলাকায়। ৬৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজনলাল মুখোপাধ্যায় বলেন, ‘‘বুস্টার পাম্পিং স্টেশনে সাময়িক একটা বিদ্যুতের ত্রুটি হয়েছিল। কিন্তু তাতে জল সরবরাহে কোনও প্রভাব পড়েনি। একটু দেরিতে জল
এসেছে, এই যা!’’

পুর আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, সব মিলিয়ে যা পরিস্থিতি হয়েছে, তাতে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে তাঁদের! একেই গার্ডেনরিচ পাম্পিং স্টেশনের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। যার ফলে বেহালা, গার্ডেনরিচ-সহ একাধিক এলাকায় এ দিনও জলের সমস্যা রয়ে গিয়েছে। জল সরবরাহ হলেও তার চাপ কম রয়েছে। বেহালারই এক কাউন্সিলরের কথায়, ‘‘জল আসছে। কিন্তু গত কয়েক দিন ধরে জলের চাপ কম থাকছে। বাসিন্দাদের অনেকে সে কথা জানাচ্ছেনও।’’ যদিও মেয়র শোভন চট্টোপাধ্যায় এ দিন বলেন, ‘‘আগে কখনও আমাদের এ ধরনের অভিজ্ঞতা ছিল না। কিন্তু এত বড় দুর্ঘটনার প্রভাব সে ভাবে কোথাও দেখা যায়নি। কাল-পরশুর মধ্যে গার্ডেনরিচ পাম্পিং স্টেশনের ফেজ ওয়ানের দু’টো মোটরও চালিয়ে দেওয়া যাবে বলে আশা করছি।’’ ওই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ফেজ ওয়ানকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও শোভনবাবু জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE