Advertisement
০১ মে ২০২৪

মেট্রোর লাইনে পড়েও রক্ষা কিশোরের

মেট্রো সূত্রের খবর, বিকেল সওয়া তিনটে নাগাদ দমদমমুখী একটি মেট্রো সূর্য সেন স্টেশনে ঢোকার সময়ে একটু ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৭ ০১:৪৪
Share: Save:

মেট্রোর প্ল্যাটফর্ম থেকে সোজা ট্রেনের সামনে এক স্কুল পড়ুয়া। তবে সে পড়ে গিয়েছিল না কি ঝাঁপ দিয়েছিল তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে সূর্য সেন স্টেশনের আপ প্ল্যাটফর্মে। তবে চালকের তৎপরতায় প্রাণে বেঁচে যায় ছেলেটি। এই ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ওই সময়ে মহানায়ক উত্তমকুমার থেকে নোয়াপাড়া পর্যন্ত ট্রেন চলেছে বলেই জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো সূত্রের খবর, বিকেল সওয়া তিনটে নাগাদ দমদমমুখী একটি মেট্রো সূর্য সেন স্টেশনে ঢোকার সময়ে একটু ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়। তত ক্ষণে ট্রেনটির প্রথম কামরা প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছে। কিন্তু পরের কামরাগুলি তখনও পুরোপুরি প্ল্যাটফর্মে ঢোকেনি। প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, ছেলেটি স্কুলের পোশাক পরে অনেকক্ষণ ধরে একাই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার সময় আচমকা লাইনে পড়ে যায় সে। কিন্তু চালকও সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ব্রেক কষায় ট্রেনটি দাঁড়িয়ে যায়। কিন্তু তত ক্ষণে ছেলেটি ধাক্কা খেয়ে দু’টি কামরার মাঝে পড়ে যায়। খবর পেয়ে মেট্রোর কর্মীরা এবং আরপিএফ তৃতীয় লাইনের বিদ্যুৎ সরবাহ বন্ধ করে উদ্ধার করে ছেলেটিকে। এর পরে তাকে পাঠানো হয় বাঙুর হাসপাতালে।

হাসপাতাল সূত্রের খবর, ওই পড়ুয়ার আঘাত গুরুতর নয়। তবে সে এখনও হাসপাতালে ভর্তি। ওই ছাত্র দক্ষিণ কলকাতার একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, ওই ছাত্রের স্নায়ুঘটিত সমস্যা রয়েছে। ঘটনার পরে পুলিশ তার ব্যাগ থেকে ফোন নম্বর পেয়ে মাকে খবর পাঠালে তিনি বাঙুর হাসপাতালে আসেন।

ঘটনার পরে প্রায় মিনিট দশেক যাত্রীরা আটকে ছিলেন কামরাতেই। পরে প্রথম দু’টি কামরা দিয়ে যাত্রীদের নামানো হয়। ওই সময়েই প্ল্যাটফর্মের মাইকে ঘোষণা করা হয়, ‘লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার জন্য মেট্রো চলাচল সাময়িক ভাবে বন্ধ থাকছে।’ প্ল্যাটফর্মে ও স্টেশনের বাইরে তত ক্ষণে থিকথিকে ভিড় জমে গিয়েছে।

মেট্রো সূত্রের খবর, লাইনে ঝাঁপ দেওয়ার প্রবণতা কিছুতেই কমানো যাচ্ছে না। বিজ্ঞাপন, নাটক, ঘোষণা সত্ত্বেও কমানো যাচ্ছে না ঝাঁপ। বছর খানেক ধরে অবশ্য প্ল্যাটর্ফমগুলিতে সিসিটিভি ও আরপিএফ টহলদারিতে ঝাঁপ দেওয়ার ঘটনা কিছুটা হলেও ঠেকানো গিয়েছে। তবে স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন ঢোকানোর সময়ে চালকদেরও বিশেষ সতর্ক থাকতে হচ্ছে। মেট্রোর দাবি, এতেও কিছুটা হলেও কমানো গিয়েছে মৃত্যুর সংখ্যা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Youth Metro Injured
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE