Advertisement
২৩ এপ্রিল ২০২৪

যুবককে বিষ খাইয়ে খুন করার অভিযোগ

জোড়াবাগান থানা এলাকায় এক যুবককে বিষ খাইয়ে খুন করার অভিযোগে এক জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লোকনাথ শর্মা (২২)। বৈষ্ণব শেঠ স্ট্রিটের টালির বাড়িতে সপরিবারে থাকত সে। মৃতের পরিবারের দায়ের করা খুনের অভিযোগের ভিত্তিতে ডাবলু নামে ওই এলাকারই এক যুবককে আটক করে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৫ ০২:৩৭
Share: Save:

জোড়াবাগান থানা এলাকায় এক যুবককে বিষ খাইয়ে খুন করার অভিযোগে এক জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লোকনাথ শর্মা (২২)। বৈষ্ণব শেঠ স্ট্রিটের টালির বাড়িতে সপরিবারে থাকত সে। মৃতের পরিবারের দায়ের করা খুনের অভিযোগের ভিত্তিতে ডাবলু নামে ওই এলাকারই এক যুবককে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, মৃত যুবক বড়বাজারে একটি কাপড় ধোয়ার গুঁড়ো সাবানের গুদামে কাজ করত। বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরে আচমকা বমি করতে থাকে সে। তার পরেই অচৈতন্য হয়ে গেলে, ওই যুবককে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা লোকনাথকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এর পরেই ওই যুবকের পরিবারের তরফে ডাবলুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়।

স্থানীয় সূত্রের খবর, লোকনাথের বাড়ির পাশেই ডাবলুর বাড়ি। অভিযুক্ত শিয়ালদহে কেটারিংয়ের কাজ করে। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে ডাবলু বড়বাজারের কারখানা থেকে লোকনাথকে শিয়ালদহ নিয়ে যায়। মোবাইল কেড়ে ভয় দেখিয়েও টাকা আদায় করতে না পারলে, ডাবলুই লোকনাথকে বিষ খাইয়ে দেয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা অশোক শর্মা জানান, অত্যন্ত অসুস্থ হয়ে বাড়ি ফেরে লোকনাথ। সময়ের সঙ্গে ওই যুবকের অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যায়। অশোকবাবু বলেন, “হাসপাতালে নিয়ে যাওয়ার সময় লোকনাথ নিজেই পরিবারকে সব কথা জানায়। এই প্রথম নয়, এর আগেও লোকনাথ-সহ এলাকার বেশ কিছু ছেলেকে ছুরি দেখিয়ে টাকা আদায় করেছে ডাবলু।”

পুলিশ সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, বিষক্রিয়ার ফলেই মৃত্যু হয়েছে লোকনাথের। আরও বিশদ ভাবে জানতে লোকনাথের ভিসেরা পরীক্ষা করার জন্য পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে নিমতলায় তাঁর মাসির বাড়ি থেকে ধরে এনে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jorabagan loknath sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE