কোনও জমি বা বাড়িতে রাজ্য সরকার পরিচালিত বা পোষিত শিক্ষা প্রতিষ্ঠান থাকলে এ বার থেকে রেহাই মিলবে সম্পত্তি করে। কলকাতা পুরসভা এলাকায় সম্পত্তি করের আওতা থেকে ওই ধরনের জমি বা বাড়িকে ছাড় দিতে আইন সংশোধন করতে চলেছে রাজ্য। ‘দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৩’ এনে ১৯৮০ সালের আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করা হবে। সংশোধিত বিলে বলা হয়েছে, যে জমি বা বাড়িতে রাজ্য সরকার পরিচালিত বা পোষিত কোনও শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই জমি বা বাড়ি সম্পত্তি করের আওতায় পড়বে না। বিধানসভার চলতি অধিবেশনেই ওই বিল পেশ হওয়ার কথা। তবে কবে ওই বিল আসবে, তা এখনও চূড়ান্ত হয়নি। পর্যাপ্ত কার্যসূচি না থাকায় মঙ্গলবার অধিবেশন মুলতুবি ছিল। রাখি উপলক্ষে আজ, বুধবার সরকারি ছুটি। অধিবেশন মুলতুবি রাখা হয়েছে কাল, বৃহস্পতিবারও। তার পরে শুক্রবার অধিবেশন বসবে কি না, তা ঠিক হবে বৃহস্পতিবার কার্য উপদেষ্টা (বি এ) কমিটির বৈঠকে। বিধানসভা সূত্রের খবর, আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বরও অধিবেশন মুলতুবি থাকতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুযায়ী, ‘বাংলা দিবস’ সংক্রান্ত প্রস্তাব এনে বিধানসভায় আলোচনা হওয়ার কথা ৭ সেপ্টেম্বর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)