বিজেপির বিরুদ্ধে কতটা ঝাঁঝ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কতটা লড়াই, এ সব প্রশ্নে ভিন্ন ভিন্ন অবস্থান তাদের। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বৃহত্তর বাম ঐক্যের কথা বলেও সেই লক্ষ্যে অগ্রগতি খুবই ধীর। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতরে ইডি অভিযানের পরে সিপিএমের উল্টো পথে গিয়ে কেবল বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকারকে দুষে বিবৃতি দিয়েছে সিপিআই (এম-এল) লিবারেশন, মুখ্যমন্ত্রীর সে দিনের আচরণ সম্পর্কে কোনও শব্দই নেই। এমন বহুমাত্রিক বাম পরিমণ্ডলে ছাতা হয়ে এল ভেনেজুয়েলা! আমেরিকার হাতে অপহৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, সস্ত্রীক নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে সোমবার কলকাতায় প্রতিবাদ মিছিলে বামফ্রন্টের শরিক সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি-র পাশাপাশি হাঁটল লিবারেশন, এসইউসি-ও।
এক বাম নেতার কথায়, ‘‘অন্য কিছু হোক না হোক, প্যালেস্টাইন বা ভেনেজুয়েলা নিয়ে আমরা একসঙ্গে রাস্তায়।’’ অন্য ভাবে বললে, নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মেলাতে পারেননি, তাদের মিলিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! ধর্মতলা থেকে মার্কিন তথ্যকেন্দ্রের দিকে এগিয়ে যাওয়া মিছিলকে অবশ্য পার্ক স্ট্রিট উড়ালপুলের নীচে আটকে দিয়েছিল পুলিশ। সেখানেই ম্যাটাডোর-মঞ্চ থেকে ট্রাম্প ও মোদীকে তোপ দেগেছেন বিমান বসু, মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, গৌতম রায়, চণ্ডীদাস ভট্টাচার্য, অভিজিৎ মজুমদারেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)