Advertisement
১৯ এপ্রিল ২০২৪
West Bengal News

৬টি বাদ রেখে রাজ্যের আরও ২৫ আসনের প্রার্থীতালিকা ঘোষণা করল কংগ্রেস

কংগ্রেসের দ্বিতীয় তালিকা প্রকাশের পর বাদ রাখা হয়েছে যাদবপুর, কলকাতা উত্তর, তমলুক, ঘাটাল, বাঁকুড়া এবং আসানসোল আসন।

রাজ্যের আরও ২৫ আসনের প্রার্থীতালিকা ঘোষণা করল কংগ্রেস।

রাজ্যের আরও ২৫ আসনের প্রার্থীতালিকা ঘোষণা করল কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৯ ২১:০৭
Share: Save:

রাজ্যে বামেদের সঙ্গে জোট কার্যত ভেস্তে গিয়েছে। রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১১টিতে আগেই প্রার্থী দিয়েছিল কংগ্রেস। সোমবার আরও ২৫টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল তারা। তালিকায় উল্লেখযোগ্য প্রার্থী পুরুলিয়ায় নেপাল মাহাত, বসিরহাটে কাজি আবদুর রহিম এবং কলকাতা দক্ষিণে মিতা চক্রবর্তী। তবে বাকি ৬টি আসনের প্রার্থী এখনও ঘোষণা করেনি কংগ্রেস। রাজনৈতিক শিবিরের ব্যাখ্যা, সিপিএমের প্রতি সৌজন্যের খাতিরেই এই ছ’টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি কংগ্রেসের তরফে।

কংগ্রেসের দ্বিতীয় তালিকা প্রকাশের পর বাদ রাখা হয়েছে যাদবপুর, কলকাতা উত্তর, তমলুক, ঘাটাল, বাঁকুড়া এবং আসানসোল আসন। এই ছয় আসনে পরে প্রার্থী দেওয়া হবে কি না, সেই বিষয়েও কংগ্রেসের তরফে স্পষ্ট কোনও বার্তা নেই। এই কেন্দ্রগুলিতে দলের অবস্থান কি হবে, তাও পরিষ্কার নয়।

বাঘমুন্ডি কেন্দ্রের বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি নেপাল মাহাতর টিকিট পাওয়া এক প্রকার নিশ্চিতই ছিল। তিনি পুরুলিয়া আসন থেকে লড়বেন। বাদুড়িয়া কেন্দ্রের বিধায়ক কাজি আবদুর রহিমকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। এ দিন আবদুর রহিম বলেন, ‘‘প্রচার এবং নির্বাচনী কাজ আমাদের আগে থেকেই এগিয়ে রয়েছে। শুধু প্রার্থীর নাম ঘোষণার অপেক্ষা ছিল। এ বার মঙ্গলবার থেকেই সেটা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে যাবে।’’

আরও পডু়ন: নবান্নে মমতার সঙ্গে বৈঠকে কমল হাসন, আন্দামানে সমর্থন তৃণমূল প্রার্থীকে

আরও পড়ুন: প্রচারে নেমেই ‘মা’ মমতাকে ‘কৈকেয়ী’ বলে কটাক্ষ ভারতীর

গোটা তালিকায় সেই অর্থে কার্যত কোনও চমক নেই। তবে তার মধ্যেও উল্লেখযোগ্য দক্ষিণ কলকাতা আসন। এই আসনে দলের আইটি সেলের প্রধান মিতা চক্রবর্তীকে প্রার্থী করেছে দল। লন্ডনে নিজস্ব সংস্থা রয়েছে মিতার। সেই মিতা চক্রবর্তীর টিকিট পাওয়া দলেরও অনেকের কাছেই চমক। কিন্তু মিতা তৃণমূলের দুর্ভেদ্য দুর্গে টিকিট পেয়েও আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘‘যাকে আপনারা তৃণমূলের গড় বলছেন, তার আগে দীর্ঘদিন কংগ্রেসের গড় ছিল। সেটা ভুলে যাবেন না। পরম্পরাগত ভাবে কংগ্রেসকে পছন্দ করেন, এমন বহু পরিবার রয়েছে দক্ষিণ কলকাতা কেন্দ্রে। আমাদের দেখতে হবে, সেই ময়দানটা আমরা কতটা প্রশস্ত করতে পারি।’’ একইসঙ্গে মিতার সংযোজন, ‘‘দক্ষিণ কলকাতায় আমার বাড়ি। এখানেই বড় হয়েছি। ফলে এই কেন্দ্রে কংগ্রেসের টিকিটে লড়তে পারা আমার কাছে সম্মানের। আমি খুব আশাবাদী।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

লোকসভা ভোটে বামেদের সঙ্গে জোটের পথে মূল সংঘাত ছিল রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ কেন্দ্র নিয়ে। নিজেদের জেতা আসন, এই যুক্তিতে বামেরা এই দুই আসন ছাড়তে রাজি হয়নি। আবার রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ দু’টিই কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে কংগ্রেসও ছাড়তে নারাজ ছিল। এই পরিস্থিতিতে বামেরা এই দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার পরই কার্যত বাম-কংগ্রেস জোটের সম্ভাবনায় ইতি পড়ে। তার পরই কংগ্রেসও উত্তরবঙ্গের সব ক’টি এবং মুর্শিদাবাদের প্রথম দফায় ১১টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিয়েছিল। এ বার তার সঙ্গে আরও ২৫টি যুক্ত হয়ে মোট ৩৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করল কংগ্রেস।

এ দিন পশ্চিমবঙ্গের এই ২৫টির সঙ্গেই মহারাষ্ট্রের একটি আসনের প্রার্থীও ঘোষণা হয়েছে। মুম্বই নর্থ ওয়েস্ট আসনে সঞ্জয় নিরুপমকে প্রার্থী করার কথা ঘোষণা করেছে কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE