Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

বিশেষ পুলিশ পর্যবেক্ষকের পর এ বার রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন

নির্বাচন সদনের এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট, কমিশন এ বারের নির্বাচনে বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গে।

বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়ক। —ফাইল চিত্র

বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়ক। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ১৪:৫০
Share: Save:

বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে এবার পশ্চিমবঙ্গের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, বুধবার বিকেলেই কলকাতায় পৌঁছবেন বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়ক। যদিও অন্য একটি সূত্রে খবর, ১৯ এপ্রিল সকালে কলকাতায় আসবেন অজয়।একই সঙ্গে কোনও রাজ্যে দু’জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগের ঘটনা বেনজির বলে মনে করছেন কমিশনের অভিজ্ঞ কর্তারা।

১৯৮৪ ব্যাচের আইএএস অফিসার অজয় নায়ক এর আগে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করেছেন। গতবছরই তিনি অবসর নেন। কমিশন সূত্রে খবর, রাজ্য নির্বাচন কমিশনের দফতরের কাজ তদারকি করবেন তিনি। দ্বিতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পর বাকি পাঁচ দফায় তিনি ওই বিশেষ দায়িত্বে থাকবেন। রাজ্যের জন্য নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেও রিপোর্ট করবেন অজয় নায়কের কাছে, এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে।

নির্বাচন সদনের এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট, কমিশন এ বারের নির্বাচনে বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গে। বিশেষ পর্যবেক্ষক নিয়োগের খবরে রাজ্যের শাসক দলের তরফে প্রশ্ন তোলা হয়েছে। কমিশনের সঙ্গে দলের তরফে যোগাযোগ রাখা এক তৃণমূল নেতা বুধবার বলেন,‘‘এ রাজ্যের নির্বাচন কেন্দ্রে কী এমন ঘটনা ঘটল যে কমিশন নজিরবিহীন ভাবে দু’জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করছে? এ রাজ্যে এখনও পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে কোনও হিংসার ঘটনা নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও কোনও অবনতি হয়নি।” বিশেষ পর্যবেক্ষক নিয়োগের পিছনে অন্য ইঙ্গিত পাচ্ছেন শাসক দলের ওই নেতা।

আরও পডু়ন: বাংলাদেশি অভিনেতা ফিরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

আরও পড়ুন: নোটবন্দির পর চাকরি খুইয়েছেন ৫০ লাখ পুরুষ! নয়া সমীক্ষায় আরও অস্বস্তিতে মোদী সরকার

এর আগে ২০১১ এবং ২০১৪ সালে অজয় নায়কের পূর্বসূরি বিহারের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক সুধীরকুমার রাকেশ বিশেষ পর্যবেক্ষক হিসাবে এসেছিলেন এ রাজ্যে। তবে ২০১৪ সালে রাকেশের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয় যখন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি তাঁর কাজ নিয়ে প্রশ্ন তোলে।

কমিশন সূত্রে খূবর, নির্বাচন সদনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ জানিয়েছেবিজেপি। অভিযোগ আনা হয়েছে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসুর বিরুদ্ধেও। এর পরই কমিশন বিশেষ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয় বলে জানা গিয়েছে কমিশন সূত্রে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE