Advertisement
০৫ মে ২০২৪
Lok Sabha Election 2019

মমতার মন্তব্যের ভিডিয়ো চায় কমিশন

ওই দিনের সভায় অনুব্রতকে বিজেপি-মোকাবিলার ছাড়পত্র দিয়েই মমতা বলেছিলেন, ‘‘কেষ্ট তোমার পিছনে ওরা (বিজেপি) লাগবে। তুমি একটু একটু চমকাবে, ধমকাবে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ০১:৫৮
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ভিডিয়ো রেকর্ডিং চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার বীরভূমের সিউড়ির সভায় মমতা অনুব্রত মণ্ডলকে কী পরামর্শ দিয়েছিলেন, সেই রেকর্ডিং-ই চেয়ে পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রের খবর।

ওই দিনের সভায় অনুব্রতকে বিজেপি-মোকাবিলার ছাড়পত্র দিয়েই মমতা বলেছিলেন, ‘‘কেষ্ট তোমার পিছনে ওরা (বিজেপি) লাগবে। তুমি একটু একটু চমকাবে, ধমকাবে। বাঘের বাচ্চার মতো লড়াই করবে।’’ শুক্রবার বিজেপি এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল। তার পরেই সিইও দফতরের কাছে রিপোর্ট চায় কমিশন। আগামিকাল, সোমবার চতুর্থ দফায় বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, আসানসোল, বর্ধমান-দুর্গাপুরের সঙ্গে ভোট হবে বীরভূম এবং বোলপুরেও। প্রচারের শেষলগ্নে মমতার ওই মন্তব্যের নেপথ্যে কোন উদ্দেশ্য কাজ করেছে, তা-ই খতিয়ে দেখা হবে বলে কমিশন সূত্রের খবর।

ঘটনাচক্রে, শনিবার ‘ভোটকর্মী ঐক্যমঞ্চ’ রাজ্যের সিইওকে অভিযোগ করেছে, বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল ভোটকর্মীদের হুমকি দিচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী সক্রিয় হলে তাদেরও সরিয়ে দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে। তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুব্রতকে নজরবন্দি করে রাখার দাবি সিইও’কে জানিয়েছে ঐক্যমঞ্চ। এ দিনই ‘সেভ ডেমোক্র্যাসি’-এর সদস্যরা দেখা করেন বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েকের সঙ্গে। চতুর্থ দফার নির্বাচনে গোলমাল বাঁধাতে পারে, এমন ১৮৩ জন দুষ্কৃতীর নামের তালিকা বিশেষ পর্যবেক্ষককে জমা দিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারির মতো পদক্ষেপের দাবি করেছে সংগঠন। অন্য দিকে ইভিএম-এ বিজেপি’র প্রতীক নিয়ে যে অভিযোগ উঠেছিল, তার ব্যাখ্যা সম্প্রতি দিয়েছে কমিশন। সিইও’কে চিঠি দিয়ে কমিশন জানিয়েছে, ২০১৪-র লোকসভা নির্বাচনেও বিজেপি’র একই প্রতীক ব্যবহার হয়েছিল। ফলে এ বারের ইভিএম-এ ওই প্রতীক থাকা নিয়ে বিতর্ক নেই। প্রসঙ্গত, বিজেপি’র প্রতীকের নীচে কেন ‘বিজেপি’ কথাটি লেখা রয়েছে, তা নিয়ে কমিশনে আপত্তি জানিয়েছিল তৃণমূল।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE