Advertisement
২০ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

লকেটের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ, পাল্টা ধর্নায় বিজেপি প্রার্থী

লকেটের অভিযোগ, ওই বুথে তিনি প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু পাশে বসে থাকা ৪-৫ জন যুবক তাঁকে বাধা দেন।

তৃণমূলের এক এজেন্টকে ধমকাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

তৃণমূলের এক এজেন্টকে ধমকাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ধনেখালি শেষ আপডেট: ০৬ মে ২০১৯ ১৫:২৯
Share: Save:

বুথে ঢুকে ইভিএম ভাঙচুরের ঘটনায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিল নির্বাচন কমিশন। যদিও লকেট সরাসরি ইভিএম ভাঙেননি বলে জানা গিয়েছে। তাঁর উপস্থিতিতে তাঁর অনুগামীরা ইভিএম ভাঙার কারণে নির্বাচন কমিশনের এই নির্দেশ। সোমবার ধনেখালির ১৬৯ নম্বর বুথের ঘটনা। তার প্রতিবাদে এবং প্রিসাইডিং অফিসারদের মাংস-ভাত খাওয়ানোর অভিযোগে হুগলির জেলাশাসকের অফিসের সামনে ধর্নায় বসেন তিনি।

এ দিন স্বচ্ছ নির্বাচনের দাবিতে সকাল থেকেই তৎপর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সোমবার হুগলির তিন কেন্দ্র শ্রীরামপুর, হুগলি,আরামবাগে ভোট হচ্ছে। সকাল থেকে এই তিন কেন্দ্রের যেখানেই গোলযোগের খবর পাচ্ছেন বাইক বাহিনী নিয়ে সেখানে পৌঁছে যাচ্ছিলেন লকেট। বেলা ১১টা নাগাদ ধনেখালির ১৬৯ নম্বর বুথে ঢুকে তিনি ভুয়ো ভোটার ধরেছেন বলে দাবি করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই বুথের তৃণমূল এজেন্টকে বার করে দেন প্রিসাইডিং অফিসার।

লকেটের অভিযোগ, ওই বুথে তিনি প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু পাশে বসে থাকা ৪-৫ জন যুবক তাঁকে বাধা দেন। তিনি প্রিসাইডিং অফিসারকে কিছু জিজ্ঞাসা করলে উত্তর আসছিল ওই যুবকদের কাছ থেকে। এতে চটে যান বিজেপি প্রার্থী। তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের তৃণমূলের এজেন্ট বলে দাবি করেন। লকেটের অভিযোগ, তাঁরা প্রিসাইডিং অফিসারকে হুমকি দিচ্ছিলেন। ‘‘এই বুথে অবাধে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূলের ওই এজেন্টরা’’, বলেন লকেট। কেন্দ্রীয় বাহিনিও ওই বুথে সক্রিয় ভূমিকা পালন করেনি বলে লকেটের অভিযোগ। ওই অভিযোগ পেয়ে পরে তৃণমূলের এজেন্টকে বার করে দেন প্রিসাইডিং অফিসার।

আরও পড়ুন: তাড়া করতে গিয়ে উল্টে পড়ে ফের জখম অর্জুন সিংহ, দেখুন ভিডিয়ো

এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, এক ‘যুবক’-কে উদ্দেশ্য করে ভীষণ উত্তেজিত লকেট চট্টোপাধ্যায়। তাঁকে বুথের বাইরে যেতে বলছেন লকেট। ওই যুবকের ‘ধমকানোর কোনও অধিকার নেই’— ওই ভিডিয়োয় লকেটকে এও বলতে শোনা যায়। তারপর কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের কাছে লকেট জানতে চান, বুথে বহিরাগত ঢুকে রয়েছে তা তিনি দেখছেন না কেন?

ধনেখালিতে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ সকাল থেকেই করছিলেন লকেট। এর পর দুপুর ২টো নাগাদ ধনেখালিতে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিজেপি-তৃণমূলের সংঘর্ষে। ধনেখালির ১৬৯ নম্বর বুথে ঢুকে ইভিএম ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই বুথটি তৃণমূল প্রার্থী অসীমা পাত্রের বুথ। ঘটনাস্থলে লকেটকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মীরা। লকেটের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। লকেটের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দেওয়ার পাশাপাশি লকেটের গাড়ি ভাঙচুরের ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

বিকেল ৪টে নাগাদ হুগলির জেলাশাসকের অফিসের সামনে ধর্নায় বসেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, মাংস-ভাত খাইয়ে প্রিসাইডিং অফিসারদের হাত করেছে তৃণমূল, যার জেরে বিরক্ত হয়ে সাধারণ মানুষ ইভিএম ভাঙচুর করেছেন। ইভিএম ভাঙচুরের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE