Advertisement
০৫ মে ২০২৪
Lok Sabha Election 2019

বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তৃণমূলই, দায় চাপানো হচ্ছে বিজেপির উপর: অমিত শাহ

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। সঙ্গে দোষারোপ, পাল্টা দোষারোপের পর্বও চলছে।

নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ১০:১০
Share: Save:

• বাংলায় নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব কেন? প্রথম থেকেই পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন।

• মমতা চাইলে এই হিংসার তদন্ত করাতে পারেন। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করাতে পারেন।

• কাল সিআরপিএফ না থাকলে বাঁচতাম না।

• বাংলার মানুষের আক্রোশ দেখেছি।

• বাংলায় যে পরিস্থিতি চলছে তার জন্য দায়ী মমতা দিদি। আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে। আমরা ভয় পাই না। এতে বিজেপি কর্মীরা পিছিয়ে যাবে না।

• ৭ দফার পর দেশে ৩০০-র বেশি আসন জিতে সরকার গড়বে বিজেপি।

• বাংলায় ২৩-এর বেশি আসন জিতবে বিজেপি।

• যত হিংসার পাঁক ছড়াবেন, ততই পদ্মফুল ফুটবে।

• কেন মমতার প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়নি?

• দু’দিন আগেই মমতা বলেছিলেন, বদলা নেব।

• ৬ দফা লোকসভা ভোটে রিগিং করেছে তৃণমূল।

• যেখানে গণ্ডগোল হয়েছে, সেখানে চুপ ছিল নির্বাচন কমিশন।

• ভোট ব্যাঙ্কের স্বার্থে মূর্তি ভেঙেছে তৃণমূল।

• যত হিংসার রাস্তা তৈরি করবেন, ততই বারতীয় জনতা পার্টির জিত পাকা হবে।

• বিজেপির র‌্যালিতে কেরোসিন বোমা ছোড়া হয়।

• কলেজের গেট বন্ধ থাকলে মূর্তি ভাঙল কে?

• পঞ্চম দফার পর তৃণমূল বুঝে গিয়েছে ওরা হারতে চলেছে, তাই এমন কাণ্ড ঘটাচ্ছে।

• হাঙ্গামার পরও বিদ্যাসাগরের মূর্তি অবিকৃত ছিল।

• পঞ্চায়েত নির্বাচনের সময় ৬০ জনকে খুন করা হয়েছে।

• তৃণূলের গুন্ডারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে।

• মমতার লোকেরাই ভেঙেছে। সহানুভূতি আদায়ের জন্য।

• বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। কিন্তু কলেজের ভিতরে কারা ছিল? মূর্তি ছিল ঘরের ভিতর। তা হলে তালা খুলল কে?

• পুলিশের সামনেই বিজেপির ফ্লেক্স ছেঁড়া হয়।

• ষষ্ঠ দফার প্রতিটিতেই বাংলায় হিংসা হয়েছে।

• কাল বিজেপির রোড শো ছিল। শো-এর তিন ঘণ্টা আগে বিজেপির পোস্টার হাঠানোর চেষ্টা হয়। পুলিশ চুপ ছিল।

• বাংলায় হিংসার কারণ তৃণমূল কংগ্রেস।

• নির্বাচনে একমাত্র বাংলায় একমাত্র হিংসা হয়েছে।

বিজেপির সর্বভারতীয় অমিত শাহের রোড শো-কে ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বিধান সরণি। অমিত শাহের র‌্যালি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় টিএমসিপি ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। মঙ্গলবারের এই ঘটনা নিয়ে আজ বুধবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন।

অভিযোগ, মিছিলের উপর হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদের লোকেরা। তার পরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পাল্টা হামলা চালানো, বিদ্যাসাগর কলেজ ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর চালানো, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। সঙ্গে দোষারোপ, পাল্টা দোষারোপের পর্বও শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। আজ, বুধবার বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে পাল্টা অভিযোগ জানাতে চলেছে তৃণমূল।

আরও পড়ুন: ভোটের তাণ্ডবে ভাঙা হল বিদ্যাসাগর-মূর্তি, অমিত শাহের শোয়ে ধুন্ধুমার

আরও পড়ুন: আগাম রিপোর্ট পেয়েও কেন বিশৃঙ্খলা এড়াতে পারল না কলকাতা পুলিশ? উঠছে প্রশ্ন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE